‘একজন হারা প্রার্থীর বিরুদ্ধে একজন পরাজিত প্রার্থীকে দাঁড় করিয়েছি’- ফিরহাদকে জবাব দিলীপের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal)। যদিও দুবার নির্বাচনে পরাজিত হলেও, এই আইনজীবীর উপরই ভরসা করেছে গেরুয়া শিবির।

কিন্তু বিজেপি থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা করতেই পদ্মশিবিরকে কটাক্ষ করেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim)। তিনি বলেন, ‘কে এটা? মাথায় দেয় না খায়? সমাজে কি অবদান রয়েছে তাঁর? কাউন্সিলারকে কোনদিন নির্বাচনে কিংবা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে দেখেছেন? মানুষের সঙ্গে যোগাযোগ কি? একজনকে নির্বচনে দাঁড় করিয়ে দিয়ে, পেছন থেকে অল ইন্ডিয়া পার্টি হইহই করলে যে ভোট হয়না, তা তো আগেই দেখেছেন’।

পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের এমন কটাক্ষের পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাকে পাশে নিয়েই তিনি বলেন, ‘কে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, একথা জানতে চাওয়া তো দোষের কিছু না। ববি হাকিম জানতে চেয়েছেন, প্রিয়াঙ্কা কোনদিন নির্বাচনে লড়েছেন কিনা? হ্যাঁ, প্রিয়াঙ্কা তো কাউন্সিলর ভোটে লড়েছিলেন, গত বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে জিততে পারেননি। আর গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ও তো নির্বাচনে হেরে গিয়েছেন। একজন হারা প্রার্থীর বিরুদ্ধে একজন পরাজিত প্রার্থীকেই আমরা দাঁড় করিয়েছি’।

তিনি আর বলেন, ‘১৯৮৪ সালের কথা মনে আছে? যখন সোমনাথবাবুকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন, তখন ওনাকে কে চিনতেন? আর এখন তাঁকে কে না চেনে। আর প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে মুখ করেই বিজেপি লড়ছে, একজন লড়াকু নেত্রী তিনি’।

X