এবার ১৮ নয় আরও বেশি, লোকসভায় বিজেপির আসন সংখ্যা বেঁধে দিলেন দিলীপ-সুকান্ত

বাংলাহান্ট ডেস্কঃ দলবিরোধী এবং বেসুরোদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। দলের শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে মন্তব্যকারীদের রাখা হবে না, এমনভাবেই হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির এই দুই নেতৃত্ব।

ন্যাশনাল লাইব্রেরি হলে দলের দক্ষিণ কলকাতা জেলা কমিটির তরফ থেকে শনিবার দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের বেশ কিছু কর্মী সমর্থকরাও। তাঁদের সামনেই দল বিরোধীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার।

IMG 20210608 191258

এদিন সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কলকাতা পুরসভার নির্বাচন আসন্ন। এই সময় দলের সকলকেই ঝাঁপিয়ে পড়তে হবে। কোনরকম দলবিরোধী আচরণ সহ্য করা হবে না। বিজেপির ২ কোটির বেশি ভোট পাওয়ার মূলে ছিলেন দিলীপ ঘোষই। তাই আসন্ন কলকাতা পুরসভার ভোটে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বেশি করে সময় দিতে হবে’।

সভা থেকে দিলীপ ঘোষ বলেন, ‘গঙ্গা প্রবাহমান, তাই ময়লাও জলে ভেসে চলে যাবে। তবে বিজেপি কিন্তু নীতি নির্ভর দল। দলের পরাজয়ের পর যারা স্যোশাল মিডিয়ায় দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, অন্য দলের বিরুদ্ধে বলতে ভয় পাচ্ছেন, তাঁরা বিজেপি করা ছেড়ে দিন। আপনি যত বড়ই নেতা হোন না কেন, দল কিন্তু আপনাকে তাড়িয়ে দেবেই’।

vvvvc

দিলীপ ঘোষ আরও বলেন, ‘বুথস্তরে সংগঠন মজবুত না থাকলে, পুরসভা-পঞ্চায়েত ভোটে সহজে জয় পাওয়া যায় না। আর কর্পোরেশন না জিতলে, বিধায়ক-সাংসদ পদ জেতা যায় না’। লোকসভা নির্বাচনে ২৫ টির বেশি আসনে জয়লাভ করার হুঙ্কার দিয়ে সুকান্ত মজুমদার শ্লোগান দেন, ‘অব কি বার ২৫ পার’।

Smita Hari

সম্পর্কিত খবর