ভরা মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের বদনাম! ভারতে আর শো করবেন না, জানিয়ে দিলেন দিলজিৎ

বাংলাহান্ট ডেস্ক : সারা ভারত জুড়ে বিভিন্ন শহরে শো করছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। পুনে, ইন্দোর, বেঙ্গালুরু থেকে কলকাতা, শর জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন পঞ্জাবি গায়ক। তাঁর শো ঘিরে নানান বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে। একাধিক শহরে দিলজিতের শোয়ের বিরুদ্ধে বিক্ষোভের সুর চড়িয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলি। এবার দিলজিৎ (Diljit Dosanjh) ঘোষণা করে দিলেন, আর ভারতে শো করবেন না তিনি।

 ভারতে আর শো না করার কথা জানিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)

১৪ ই ডিসেম্বর চণ্ডীগড়ে শো করতে গিয়ে মঞ্চ থেকেই একথা জানান দিলজিৎ (Diljit Dosanjh)। আর ভারতে শো করবেন না, গায়কের মুখে একথা শুনেই ভক্ত মহলে ছড়িয়েছে গুঞ্জন। কিন্তু কেন? ঠিক কী বলেছেন দিলজিৎ (Diljit Dosanjh)? তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দিলজিৎকে বলতে শোনা যায়, যতদিন না স্টেজের পরিকাঠামো ঠিক হচ্ছে, ততদিন তিনি এদেশে কনসার্ট করবেন না।

Diljit Dosanjh said he will not perform in india until this happens

হঠাৎ এমন কথা কেন বললেন গায়ক: চণ্ডীগড়ের শোতে মঞ্চে দাঁড়িয়ে নিজের মাতৃভাষায় দিলজিৎ (Diljit Dosanjh) বলেন, ভারতে লাইভ শোয়ের জন্য সঠিক পরিকাঠামো নেই। এই কনসার্ট গুলি থেকে অনেকে আয় করে থাকেন। তিনি বলেন, এই ধরণের স্টেজের জন্য সকলে তাঁকে দূর থেকে দেখতে পাচ্ছেন। তবে তিনি পরের বার চেষ্টা করবেন, মঞ্চটি যাতে গোল হয়। তাহলে তাঁকে কেন্দ্র করে শ্রোতারা তাঁর চারপাশে ঘুরতে পারবে। এটা যতদিন না হচ্ছে, ততদিন তিনি ভারতে শো করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)।

আরো পড়ুন : তীব্র বিস্ফোরণে ঘটল ভূমিকম্প! ইজরায়েলের হামলায় বিধ্বস্ত সিরিয়া, ভিডিও ভাইরাল হতেই হইচই বিশ্বজুড়ে

দিলজিতের শো ঘিরে বিতর্ক: উল্লেখ্য, বিভিন্ন শহরে দিলজিতের (Diljit Dosanjh) শো ঘিরে বিক্ষোভ দেখা দিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠনগুলির অন্দরে। তাঁর শো ঘিরে মদ মাদকের ব্যবহার, এমনকি লভ জিহাদের মতো অভিযোগও উঠেছিল। চণ্ডীগড়ে তাঁর শোয়ের আগেও চণ্ডীগড় কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, অ্যালকোহল নিয়ে দিলজিতের (Diljit Dosanjh) যেসব গান রয়েছে সেগুলি যেন তিনি পারফর্ম না করেন।

আরো পড়ুন : ভারতের সাথে কমছে উত্তেজনা? “বিজয় দিবস”-এ বাংলাদেশ নিল বড় পদক্ষেপ! কলকাতায় পাঠানো হল….

এর আগে হায়দ্রাবাদেও অনুষ্ঠানে ‘মদ’ শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাধ্য হয়ে একটি গানে ‘মদ’ এর পরিবর্তে ‘কোক’ শব্দ ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, মহারাষ্ট্রের আবগারি দফতরের তরফে পুনের শোতেও মদের কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছিল। আগামী ২৯ শে ডিসেম্বর গুয়াহাটিতে শো রয়েছে দিলজিতের। এর সঙ্গে সঙ্গেই শেষ হবে তাঁর দিল লুমিনাতি ট্যুর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর