জাতীয় সঙ্গীতের পর বিশ্ব সঙ্গীত লেখার অনুরোধ, কী উত্তর দিয়েছিলেন রবি ঠাকুর? জানালেন দিলজিৎ

বাংলাহান্ট ডেস্ক : দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) কনসার্ট ঘিরে দুদিন ধরে কলকাতায় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই প্রথম শহরে কনসার্ট করতে এলেন গায়ক। ৩০ শে নভেম্বর ছিল তাঁর অনুষ্ঠান। দিলজিৎ (Diljit Dosanjh) এলেন, দেখলেন আর জয় করলেন। কলকাতায় এসে বাঙালি সংষ্কৃতিকে ভালোবেসে এর সঙ্গে মিলে যেতে বেশি সময় লাগেনি তাঁর। শ্রোতারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন গায়ককে।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুললেন দিলজিৎ (Diljit Dosanjh)

কলকাতায় পা রেখেই এই শহরের সুর, তাল খুব সহজে ধরে নিয়েছেন দিলজিৎ। কনসার্টে গানের ফাঁকে মিলল তারই ঝলক। এদিন দিলজিতের (Diljit Dosanjh) মুখে উঠে এল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় কনসার্টের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে গায়ককে বলতে শোনা যায়, “আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে পড়ছিলাম। ওঁর কথা আমার খুব ভালো লেগেছে। তিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন, তাই একজন তাঁকে বলেছিলেন বিশ্ব সঙ্গীত লিখতে’।

diljit-dosanjh-said this about rabindranath tagore

কী বলেছিলেন রবি ঠাকুর: এরপর দিলজিৎ (Diljit Dosanjh) বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন, গুরু নানকজি অনেকদিন আগেই লিখে গিয়েছেন, সেই পঞ্চদশ শতাব্দীতে’। এরপর গুরু নানকের কিছু বাণী শোনা যায় দিলজিতের মুখে। তিনি এও বলেন, বাঙালি আর পঞ্জাবিদের বন্ধুত্ব বহু পুরনো।

আরো পড়ুন :‘জীবনের প্রথম প্রেম’, এত বছর পর স্বীকৃতি স্বস্তিকার! কেন ভেঙেছিল জিতের সঙ্গে সম্পর্ক?

দিলজিতের মুখে কেকেআরের স্লোগান: শুধু রবি ঠাকুরই নয়, কনসার্টে শাহরুখ খানকেও ভুললেন না দিলজিৎ (Diljit Dosanjh)। ‘করব লড়ব জিতব রে’র প্রসঙ্গ তুলে তিনি জানান, শাহরুখ স্যারের বিশেষ ভক্ত তিনি। তাই তাঁর আইপিএল টিমকেও পছন্দ করতেই হবে। এই ট্যাগলাইন টাও তাঁর খুব পছন্দ বলে জানান দিলজিৎ (Diljit Dosanjh)। নিজের একশো শতাংশ পরিশ্রম দিলে জয় আসবেই বলে মন্তব্য করেন দিলজিৎ।

আরো পড়ুন :ট্রাম্পের ক্যাবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর নয়া ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, চমকে দেবে পরিচয়

প্রসঙ্গত, দিল-লুমিনাতি ইন্ডিয়া ট্যুরে কলকাতায় কনসার্ট করতে এসেছিলেন দিলজিৎ। কয়েক দিন ধরে তিনি ঘুরে বেরিয়েছেন কলকাতার জনপ্রিয় সব জায়গা এবং শহরের অলিগলিও। হলুদ ট্যাক্সিতে হাওড়া ব্রিজ থেকে গঙ্গার ঘাট, কফি হাউস ঘুরেছেন দিলজিৎ। এমনকি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে তাঁকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর