কঙ্গনাকে নিজের PRএর চাকরি দিতে চান দিলজিৎ! তুমুল ক্ষোভে ফুঁসে উঠলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কৃষক আন্দোলন (farmer’s protest) ইস‍্যু নিয়ে সরব হয়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের (diljit dosanjh) সঙ্গে কুৎসিত টুইট যুদ্ধেও জড়িয়ে পড়েন তিনি। বেশ কিছুদিন খবরের হেডলাইনে ছিলেন দুজন। এরপর পরই সিঙ্ঘু বর্ডারে গিয়ে কৃষক আন্দোলনে যোগ দেন দিলজিৎ।

সম্প্রতি ফের দিলজিৎকে কটাক্ষ করে মুখ খুলেছেন কঙ্গনা। কৃষকদের উসকে দিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছেন দিলজিৎ, এমনটাই অভিযোগ তুলেছেন কঙ্গনা। এবারে তার পালটা দিলেন দিলজিৎ। একটি ভিডিও টুইট করে দিলজিৎ লেখেন, ‘নিজের ব‍্যাপারে এত ভুল ধারনা নিয়ে আপনি রয়েছেন। ভাববেন না আপনি যা করেছেন তা পাঞ্জাবিরা ভুলে গিয়েছে। আপনাকে আমরা শীঘ্রই উত্তর দেব।’


সপাটে উত্তর দিতে ছাড়েননি কঙ্গনাও। তিনি লেখেন, ‘সমম বলবে কে কৃষকদের অধিকারের জন‍্য লড়েছে আর কে তাদের বিরুদ্ধে। একশোটা মিথ‍্যে দিয়ে একটা সত‍্যিকে ঢাকা যায় না। কারোর জন‍্য মন থেকে কিছু করলে তাকে কেউ ঘৃণা করতে পারে না। তুমি ভাবছো গোটা পাঞ্জাব আমার বিরুদ্ধে? এত বড় স্বপ্ন দেখো না।’

এর উত্তরে দিলজিৎ লেখেন, ‘আমি বুঝতে পারি না কৃষকদের সঙ্গে ওঁর সমস‍্যাটা কোথায়। গোটা পাঞ্জাব কৃষকদের সঙ্গে রয়েছে। কেউ আপনার কথা বলেনি।’ এখানেই শেষ নয়, কঙ্গনাকে নিজের PR এর কাজে বহাল করার কথাও বলেন দিলজিৎ।

প্রসঙ্গত, এর আগেও দিলজিৎ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিশানা করেছিলেন কঙ্গনা। তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়ে অভিনেত্রী প্রশ্ন করেন, কৃষকদের উসকে দিয়ে কোথায় গায়েব হয়ে গেলেন দিলজিৎ ও প্রিয়াঙ্কা? টুইটে তিনি লেখেন, ‘কৃষকদের জন‍্য দিলজিৎ ও প্রিয়াঙ্কা যে লোকাল সমর্থক রূপে এলেন অন্তত তাদের একটা ভিডিওর মাধ‍্যমে এটা বলুন যে কি বিষয়ে বিরোধ করতে হবে। কৃষকদের উসকে দিয়ে তাঁরা হাওয়া হয়ে গেলেন। এবার কৃষক ও দেশের অবস্থা দেখুন।’

X