‘I Love Delhi” সেলফি পয়েন্ট থেকে চুরি গেল ‘দিল”, কাগজের হৃদয় লাগিয়ে সাড়া ফেলে দিলেন যুবক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ “হাওয়া বয় শনশন তারারা কাঁপে। হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে !” জং ধরলেও হত তবে এই যে জলজ্যান্ত হাওয়া। কবিদের, গীতিকারদের লেখায় বারবার যে হৃদয় চুরি উপমা বর্ণিত হয়ে থাকে, এবার দেখা গেলো তার বাস্তব অ্যাডাপটেশন। না, কোনো হার্ট রিপ্লেসমেন্ট সার্জারি, কিংবা প্রেমিক প্রেমিকার হৃদয় চুরির FIR-এর গল্প নয়, এ গল্প এক শহরের হৃদয়হারা হওয়ার। তা আবার দেশের রাজধানী, ‘ওয়াতন কা দিল’ দিল্লী।

খাস শহরের কারোল বাগ সেলফি পয়েন্ট থেকে ” আই লাভ দিল্লী” লেখা কারুকার্য টি থেকে “লাভ” তথা হৃদয় চিহ্ন নিখোঁজ। ঘটনাটি চোখে পড়তেই নেটিজেন এর এক মহল সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া করেছেন,” দিল চোরি সাড্ডা হো গেয়া.. কি কারিয়ে কি কারিয়ে” তাও আবার “দিল্লী দিল চুরানে ওয়ালো কি..”

 

View this post on Instagram

 

A post shared by Karshin Khatri (@houseofkhatri)

পৃথিবীর বিভিন্ন দেশের মতন ভারতেরও অধিকাংশ শহরগুলিতে “আই লাভ” সাইন একটি জনপ্রিয় সেলফি স্পট হয়ে উঠেছে। শুধু শহর কেন অনেক মফস্বল প্রান্তেও এই ধরনের সাইন, স্থানের গরিমা এবং জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় বাড়িয়ে তুলতে প্রচুর ভাবে সাহায্য করেছে। তবে “আই লাভ” সাইন থেকে লাভ চলে যাওয়ার ঘটনা প্রায় বিরল।

ঘটনাটি চোখে পড়তেই নেটিজেন এর এক মহল সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া করেছেন,” দিল চরি সাড্ডা হো গেয়া.. কি কারিয়ে কি কারিয়ে” আবার “দিল্লী দিল চুরানে ওয়ালো কি..”

কৌতুকের এবং ব্যাঙ্গের মিছিলে কর্শীন খাত্রি নামে এক ব্যক্তি কাগজ দিয়ে একটি হৃদয় চিহ্ন বানিয়ে প্রতিস্থাপন করেন সেই শূন্যস্থানে। এবং নেটিজেনদের উদ্দেশ্যে লেখেন, “বব দ্যা বিল্ডার নে কারকে দিখা দিয়া”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X