বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ১ সপ্তাহ। তারপরেই ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে আরম্ভ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখলের লড়াই। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে দুই দল এই শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে। সেই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) কিছুদিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কর সিরিজে হারিয়েছে। তবে সেই সিরিজ এবং ফাইনালের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
সেই ফাইনালে ভারতীয় দলের একাদশ কেমন হওয়া উচিত এই নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। চার নিয়মিত পেসার এবং এক স্পিনার নাকি তিন পেশারের দুই স্পিনার নিয়ে দল সাজানো উচিত সেই নিয়ে অনেকেই ভাবিত। তবে সেই ফাইনাল শুরুর আগে রোহিত শর্মাকে বড় পরামর্শ দিলেন দীনেশ কার্তিক।
ভারতের এই তারকা উইকেটরক্ষক কিছুদিন আগেই আইপিএলে বিরাট কোহলির আরসিবি দলের অংশ ছিলেন। গত আইপিএল মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি এই মরশুমে চূড়ান্ত ফ্লপ। তার ওপর ভরসা করে ঠকে গিয়েছে আরসিবি। আইপিএল শেষ হওয়ার পর তিনি এখন এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকারের কাজ করবেন, যে কাজ তিনি অতীতেও করেছেন।
সেই ফাইনাল শুরুর আগে রোহিত শর্মাকে তিনি পরামর্শ দিয়েছেন দল নির্বাচনের ব্যাপারে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই স্পিনার নিয়ে মাঠে নেমে ভারতীয় দলকে ভুগতে হয়েছিল। যশপ্রীত বুমরা একেবারেই ছন্দে ছিলেন না সেই ম্যাচে। কিন্তু অতিরিক তো কোনো পেসার না থাকায় তার অভাব ঢাকা যায়নি। এবার যেন সেই এক ভুল না হয় সেই নিয়ে রোহিতকে পরামর্শ দিয়েছেন তিনি।
ফাইনালের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিষান (উইকেটরক্ষক), শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট