বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বিশাখাপত্তনমে লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হারের শিকার হয়েছে ভারতীয় দল (Team India)। সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ব্যাটিং বিপর্যয়ের কারণে হারতে হয়েছিল অজিদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জমিয়ে দিয়েছেন স্টিভ স্মিথরা (Steve Smith)। সেই সঙ্গে ভারতের বেশ কয়েকটি সমস্যার দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল মাত্র ১১৭ রানে অলআউট হয়ে গিয়েছিল প্রথমে ব্যাট করতে নেমে। দুটি ম্যাচের ক্ষেত্রেই ভারতের ব্যাটিংয়ে একটি বিষয় একই রকম থেকে গিয়েছে। সেটা হল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আউট হওয়াটা। দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের বিষাক্ত ইনসুইংয়ের কাছে পরাস্ত হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি।
এই মুহূর্তে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের সামনে সুবর্ণ সুযোগ ছিল নিজেকে ওডিআই দলে প্রতিষ্ঠিত করার। কিন্তু দুই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়ে ভারতীয় সমর্থকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব অত্যন্ত সফল। বড় টুর্নামেন্টগুলিতে এখনও তিনি ধারাবাহিকভাবে রান করতে পারেননি ঠিকই, কিন্তু দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজগুলিতে তার ব্যাট সবসময় বিপক্ষের বোলিং আক্রমণকে নাজেহাল করে দিয়েছে। এবার তাকে ওডিআইতে কিভাবে ব্যবহার করা উচিত সেই নিয়ে পরামর্শ দিলেন দীনেশ কার্তিক।
কার্তিকের মতে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া অনেক অভিজ্ঞতা এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। তাই যতদিন না শ্রেয়স আইয়ার দলে ফিরছেন ততদিন হার্দিককে ৪ নম্বরে ব্যাট করতে পাঠিয়ে সূর্যকুমার যাদবকে ৫ নম্বরে পাঠানো উচিত বলে মনে করেন তিনি। সেক্ষেত্রে একটু নিচের দিকে নেমে সূর্য কুমার টি-টোয়েন্টিতে নিজের স্বাভাবিক যে খেলাটা খেলেন ওডিআইতেও তেমনটা খেলতে পারবেন। কিন্তু টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর আর তাকে তৃতীয় ও সিরিজ নির্ধারণকারী ম্যাচে আর সুযোগ দেওয়া হবে কিনা এই নিয়েও নিশ্চিত নয় অনেকেই।