ধোনির রেকর্ড ভাঙলেন দীনেশ কার্তিক, এমন কীর্তি গড়া প্রথম ভারতীয় তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ভারত। কাল রাজকোটের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৮২ রানের ব্যবধানে। রাজকোটের উইকেটে একেবারেই ব্যাটিং বান্ধব ছিল না। ফলে ভারতের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে সিরিজ রয়েছে ২-২ অবস্থায়। সিরিজের শেষ ম্যাচেই সিরিজের ফলাফল নির্ধারিত হবে।

অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়েছিল ভারতও। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই সময় ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক। তাদের দুজনের মধ্যে হওয়া ৬৫ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ৪৬ রান করে আউট হন হার্দিক। মারকাটারি ৫৫ রানের ইনিংস খেলে ভারতের ইনিংস স্বীকৃতি প্রদান করেন দীনেশ কার্তিক। মূলত তাদের দুজনের ব্যাটিংয়ের জন্যেই ভারতের দেড়শোর গন্ডি অতিক্রম করতে পেরেছিল।

hardik karthik

এই ইনিংসের পর একটি অসাধারণ রেকর্ড গড়ে ফেলেছেন দীনেশ কার্তিক। তার ২৭ বলে ৫৫ রানের ইনিংসটি কোনও ভারতীয় যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ৬ বা তার নীচে ব্যাট করতে নেমেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এতদিন অবধি এই রেকর্ডটি ছিল ধোনির নামে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৬ নম্বরে নেমে ৫২ রান করেছিলেন মাহি যা ছিল তার টি টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান।

গত কয়েক মাসে যেন দীনেশ কার্তিকের পুনর্জন্ম হয়েছে। যখনই মাঠে নামছেন ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করছেন। মূলত তার ব্যাটিং এবং আবেশ খানের বোলিং এর জন্যেই কাল জয় পেয়েছে ভারত। সিরিজের শেষ এবং পঞ্চম ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেও কার্তিক এর কাছ থেকে একটি দুর্দান্ত পারফরম্যান্স আশা করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর