নতুন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিতে চলেছে কেকেআর, বাদ পড়তে পারেন অফফর্মে থাকা দীনেশ কার্তিক

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ জিতলেও খুব একটা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারছেনা কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত আইপিএলে 9 ম্যাচ খেলে মাত্র 5 টি ম্যাচে জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও প্লে অফে যাওয়ার পথ এখনও পর্যন্ত খোলা রয়েছে কেকেআরের। তবে কেকেআরের এই পারফরম্যান্সে খুব একটা খুশি নয় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কেকেআর সর্মথকরা।

এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক পরিবর্তন হয়েছে কেকেআরের। দীনেশ কার্তিক নিজে থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এরফলে এখন কেকেআরের নতুন অধিনায়ক ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। মর্গানের অধিনায়কত্বে কেকেআর প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নাইট বাহিনী।

এবার কলকাতা নাইট রাইডার্স দলে প্রথম মার্কিন ক্রিকেটার হিসেবে যোগদান করেছিলেন আলী খান। তবে আইপিএলের শুরুতেই তিনি চোট পেয়ে যান তার ফলে এবার আইপিএল খেলার স্বপ্ন তার পূরণ হয়নি। আইপিএল এর শুরুতেই চোটের কারণে ছিটকে যান তিনি। তারপর থেকে আলি খানের পরিবর্ত খুঁজছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। অবশেষে পাওয়া গেল সেই পরিবর্ত। আলি খান এর পরিবর্ত হিসেবে কেকেআর দলে যোগ দিতে চলেছেন নিউজিল্যান্ডের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম শেফার্ট।

2001384746864409dd2d2874578c5a7af00e51cf2835fe4a4fc97813e473f502fd9dfc773

যদিও সরকারি ভাবে এখনো পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে কিছুই জানায়নি। তবে বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী টিম শেফার্টের কেকেআর শিবিরে যোগ দেওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এক্ষেত্রে তিনি যদি তিনি কেকেআরে যোগদান করেন তাহলে কেকেআরের বর্তমান উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিকের পরিবর্তে তাকে খেলানো হতে পারে বলেও মনে করছে ক্রিকেটমহল।


Udayan Biswas

সম্পর্কিত খবর