‘অন্যের বউ সবসময় ভালো লাগে’, ধারাভাষ্যে নারীবিদ্বেষ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে দীনেশ কার্তিক

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য করার জন্য গিয়েছিলেন দীনেশ কার্তিক। এটাই ছিল তাঁর জীবনের প্রথম ধারাভাষ্য। জীবনের প্রথম পরীক্ষাতেই ব্যাপক সাফল্য পান তিনি। দীনেশ কার্তিকের ধারাভাষ্য প্রশংসা শোনা যায় সারা বিশ্ব ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিককে শুভেচ্ছায় ভরিয়ে দেন তার ভক্তরা, পাল্টা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

https://twitter.com/Jon_Moss_/status/1410671196123840514?s=20

জীবনে প্রথমবার কমেন্ট্রি বক্সে বসে ধারাভাষ্যের মাইক নিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের বুদ্ধিদীপ্ত এবং বিশ্লেষনাত্মক ধারাভাষ্য সকলের প্রশংসা কুড়িয়ে নেন। জীবনের প্রথম পরীক্ষাতে পাশ করলেও দ্বিতীয় পরীক্ষাতে আটকে গেলেন দীনেশ। শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে তীব্র সমালোচনার মুখে দীনেশ কার্তিক, তার বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ।

https://twitter.com/tinatengra07/status/1410839840678047744?s=20

এই মুহূর্তে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের সিরিজে ধারাভাষ্য করছেন তিনি। সেখানেই একটা সময় তিনি ব্যাটের গুনাগুন বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ” ব্যাটসম্যান এবং তাদের ব্যাট পছন্দ না হওয়া এটা যেন হাতে হাত দিয়ে চলা। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যানদের নিজেদের ব্যাট পছন্দ হয় না। তাদের সব সময় অন্যের ব্যাট ভালো লাগে। ভালো ব্যাট হল পড়শির স্ত্রী-র মতো, তাদের সব সময় ভালো লাগে।

https://twitter.com/tinatengra07/status/1410840359475703811?s=20

https://twitter.com/RERomain/status/1410671010530172928?s=20

দীনেশ কার্তিকের এমন নারীবিদ্বেষ মন্তব্য শুনে চটে গিয়েছেন তার সমর্থকদের একাংশ। অনেকেই দীনেশ কার্তিকের এমন মন্তব্যের জন্য তীব্র ভাষায় তার সমালোচনা করেছেন। তাদের মতে, দীনেশ কার্তিকের মত একজন ক্রিকেটারের কাছ থেকে কখনই এমন নারীবিদ্বেষ মন্তব্য আশা করা যায় না।

Udayan Biswas

সম্পর্কিত খবর