বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2022) পর থেকে আর ভারতীয় দলের জায়গা পান না দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তার আগের এক বছরে আইপিএলে (IPL 2022) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) এবং ভারতীয় দলের (Team India) হয়ে অসাধারণ পারফরম্যান্স করে একজন ফিনিশার হিসেবে বিশ্বকাপের ভারতীয় দলে তিনি জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সুনাম বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। বিশ্বকাপে বেশ কয়েকটি ইনিংসে মাঠে নামার সুযোগ পেলেও তিনি নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে।
তারপর থেকে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন এবং বর্তমানে ধারাভাষ্যের কাজ করে চলেছেন। আইপিএলে ফের একবার তাকে আরসিবির জার্সি গায়ে দেখা যাবে। তিনি গত বছরের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন কিনা সেটা অবশ্য সময় বলবে। তবে আপাতত তিনি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ধারাভাষ্যের কাজে ব্যস্ত।
আজও তিনি একই কাজ করছিলেন কিন্তু তার মধ্যেই এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যা নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যখন তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন তখন একবার ক্যামেরা মাঠ ছেড়ে তার ওপর ফোকাস করে এবং দেখা যায় যে দীনেশ কার্তিক নিজের প্যান্টের চেইন বন্ধ করতে ভুলে গিয়েছেন। ইতোমধ্যেই ঝড়ের মতো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
So I am watching #INDvsAUS live on OTT, enjoying Dinesh Kartik’s superb insights into the game and suddenly I notice, guess what? His pants are unzipped !!! pic.twitter.com/TWj4IUeUkU
— Ankit Kunwar (@TheAnkitKunwar) March 10, 2023
দীনেশ কার্তিককে নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেনিং চলছে। কি করে একজন এত বড় মাপের তারকা ক্যামেরার সামনে আসার সময় এই জাতীয় ভুল করতে পারেন সেই নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করছে। আবার অনেকে মনে করছেন যে দিনেশ কার্তিক কোন ভুল করেননি এবং তার প্যান্টের চেইন সম্পূর্ণ সঠিক অবস্থানে আছে। ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এমন দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। তবে এই ব্যাপারে দীনেশ কার্তিকের কোনও প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
অপরদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে এখনো পর্যন্ত কোনও ফলাফল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অস্ট্রেলিয়া প্রথম দুই দিনের বেশিরভাগ অংশ ভ্যাট করে ৪৮০ রানের স্কোর তোলার পর ভারতীয় দল ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে তিনি উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ফেলেছে। অর্ধশতরান সম্পূর্ণ করে অপরিচিত অবস্থায় ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। পিছে নাটকীয় কোন পরিবর্তন না আসলে এই টেস্ট ম্যাচ ড্র হতে চলেছে।