২০২২-র সেরা ক্রিকেটাদের বেছে নিলেন দীনেশ কার্তিক, ODI ও T20-তে দুই পরিচিত নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) সম্প্রতি ২০২২ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিন ফরম্যাটে ভারতীয় দলের (Team India) সেরা ব্যাটার নির্বাচিত করেন। কার্তিকের মতে উইকেটরক্ষক রিশভ পন্ত (Rishabh Pant) টেস্টে ২০২২ সালের ভারতীয় দলের সেরা ক্রিকেটার। পরিসংখ্যান বলছে যে এই বছর টেস্টে ১২ ইনিংসে ব্যাট করে ৬৮০ রান করেছিলেন। এই ১২ ইনিংসে তার গড় ৬১.৮১।

pant record

পন্থ চলতি বছরে টেস্টে ২টি শতরান ও ৪টি হাফ সেঞ্চুরি করেছেন। বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ রানের ইনিংসটা ছিল এই বছরে তার সেরা পারফরম্যান্স। পন্থ গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এবং তিনি এই বছরও টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হয়েছেন।

তবে কার্তিক ওয়ান ডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চলতি বছরের পয়লা নম্বর ব্যাটার হিসেবে বিবেচনা করেছেন। এই বছর আইয়ার মোট ১৫টি ইনিংসে ব্যাট করার সময় ৭২৪ রান করে বাকি সকলকে পেছনে ফেলে দিয়েছেন। ব্যাট হাতে তিনি একটি সেঞ্চুরি এবং ৬টি অর্ধশতরান করেছেন। এই বছর ওয়ান ডেতে শ্রেয়সের গড় ৫৫.৬৯।

shreyas iyer

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হিসাবে ঘোষণা করেছেন কার্তিক, যা নিয়ে কারোরই আশ্চর্য হওয়ার কিছু নেই। সূর্যকুমার যাদব এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে যা ব্যাটিং করেছেন তা আগে কেউই করে দেখাতে। তিনি এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১টি ম্যাচ খেলে মোট ১১৬৪ রান করতে পেতেছেন।

surya 2nd 100

এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে দেশ এবং বিদেশের মাটিতে শতরান পেয়েছেন স্কাই। তার পাশাপাশি রয়েছে ৯টি অর্ধশতরান। তিনি ১৮৭.৪৩ স্ট্রাইক রেট এবং ৪৬-এর গড় সহ ব্যাটিং করেছেন। এই বছর স্কাই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। বর্তমানে তিনি টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর তারকা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর