বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন মাত্র দু’মাস মতই সময় বাকি। ইতিমধ্যেই আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত বিশ্বকাপ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই কয়েকটি দল নিজেদের স্কোয়ার্ডও ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। ভারত যদিও এখনও তার খেলোয়াড় তালিকা প্রকাশ করেনি, কিন্তু চর্চায় উঠে আসছে বেশ কয়েকটি এমন নাম যারা হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নবীন, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বলে নিজেদের দাবী যথেষ্ট পোক্ত করে তুলেছেন তারা।
আমি একজন বোলারকে নিয়ে এবার বাজি ধরলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আইপিএল খেলার সাথে সাথে এখন ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন দীনেশ। এদিন সেই সূত্র ধরেই ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামির কথার উত্তর দিতে গিয়ে ভারতীয় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর উপর নিজের বাজি ধরেন তিনি। তার মতে, এই বিশ্বকাপে দলে সুযোগ পেলে ভারতের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বরুণ।
কেকেআরে তার ক্যাপ্টেন্সিতেই খেলেছিলেন বরুণ চক্রবর্তী, সেই সুত্র ধরে তাকে খুব কাছ থেকে দেখেছেন দীনেশ। তিনি বলেন, “আমার ফেভারিট বরুণ চক্রবর্তী। আমি মনে করি ওর মধ্যে বিশেষ কিছু আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ভারত ভালো করে, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ক্রিকেটার। মিস্টার ড্যারেন স্যামি মনে রাখবেন নামটা বরুণ চক্রবর্তী।” প্রসঙ্গত উল্লেখ্য ভারতে এখনও পর্যন্ত তিনটি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন বরুণ। তিন ম্যাচে তার সংগ্রহ দুটি উইকেট। কিন্তু তার ৫.৩০ ইকোনমি রেট যথেষ্ট প্রশংসার দাবি রাখে।
আপনাকে মনে করিয়ে দিই, আন্তর্জাতিক ক্রিকেটে বরুণ চক্রবর্তীর নাম সকলের সামনে আসে ২০২০ সালের আইপিএল থেকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ১৩ টি ম্যাচে ১৭ টিকেট নিয়ে ছিলেন বরুণ। বিরাট কোহলি, মার্কাস সটয়নিসদের মত ব্যাটসম্যানকেও সমস্যায় পড়তে গিয়ে দেখা গিয়েছে তার সামনে। এমনকি দিল্লির সামনে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেটও তুলে নেন তিনি। যার জেরে আইপিএল শেষ হতে না হতেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বরুণ। যদিও চোটের কারণে সে সময় অভিষেক করতে পারেননি এই স্পিনার। তবে দীনেশ কার্তিকের মতে ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল বরুণের।