কোনোক্রমে অধিনায়কত্ব বাঁচালো দীনেশ কার্তিক, ম্যাচ জিতে সমালোচকদের মুখে সপাটে দিলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে (IPL) শুরু থেকেই দীনেশ কার্তিকের (Dinesh Karthik) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই দাবি করেছিলেন দীনেশ কার্তিকে সরিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক করা হোক ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। আর এই দাবি আরও চরম আকার ধারণ করে দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে কলকাতার হারের পর। সেই ম্যাচে কেকেআরের হারের অন্যতম প্রধান কারণ ছিল দীনেশ কার্তিকের খারাপ অধিনায়কত্ব।

শুধু খারাপ অধিনায়কত্বই নয় ব্যাট হাতেও এবার আইপিএলে এখনো পর্যন্ত একটি ম্যাচেও তেমন রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত সেখানে তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন। এমনকি বেশ কয়েকটি ম্যাচে ফর্মে থাকা ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেলের আগে ব্যাটিং করতে চলে যান দীনেশ কার্তিক এবং দ্রুত আউট হয়ে দলের উপর চাপ বাড়ান। যার পর দীনেশ কার্তিকের সমালোচনা শোনা যায় গৌতম গম্ভীরের মুখেও। এই সমস্ত বিষয়গুলি মোটেও ভালো ভাবে হবে নিচ্ছিলেন না কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর দাবি উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।

images 67 4

আর তাই বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দীনেশ কার্তিকের কাছে কার্যত অগ্নিপরীক্ষার ম্যাচ ছিল। আর এই পরীক্ষায় ভালো ভাবে পাশ করলেন দীনেশ কার্তিক। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ব্যর্থ হলেও এইদিন ভালো অধিনায়কত্ব করেন দীনেশ কার্তিক এবং দলকে জিতিয়ে সমালোচকদের মুখে যোগ্য জবাব দিলেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর