বাংলাহান্ট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাওয়ার আগে মুম্বাই পৌঁছে গেলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক, নিতিশ রানারা। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক পৌঁছে গিয়েছেন মঙ্গলবার রাতেই। বুধবার মুম্বাইয়ে পা রেখেছেন নিতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, শিবম মাভিরা। সূত্রের খবর মুম্বাই আসার পরেই করোনা পরীক্ষা করাতে হয়েছে নিতিশ রানা, শুভমান গিলদের। আজকের মধ্যেই প্রত্যেকেই তাদের নিজের নিজের রিপোর্ট হাতে পেয়ে যাবেন। রিপোর্ট নেগেটিভ এলেই আজ গভীর রাতে কিংবা আগামীকাল সকালের ফ্লাইটে পুরো কলকাতা নাইট রাইডার্স দল উড়ে যাবে আমিরশাহিতে।
ভারতীয় ক্রিকেটেররা আমিরশাহী উড়ে গেলেও এখনই আমিরশাহীর মাটিতে পা রাখছেন না সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সরা। এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রাসেল, নারিনরা তাই এখনই আমিরশাহীর মাটিতে পা রাখছেন না তারা। সূত্রে খবর অনুযায়ী আইপিএল শুরুর প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই কারিবিয়ান তারকাদের। তবে প্রথম ম্যাচ থেকে নাও পাওয়া যেতে পারে ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সরদের। কারণ কয়েকদিন পরেই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, শেষ হবে 16 ই সেপ্টেম্বর। তারপরই দলের সঙ্গে যোগ দেবেন ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সরা।
কেকেআর এর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওই কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বলেছেন, “খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা খেলতে যাচ্ছি। আর এমন পরিস্থিতিতে কলকাতা এবং সারা বাংলার মানুষের সমর্থন চাই আমাদের। আমরা সব সময় কলকাতায় ক্রিকেট পাগল মানুষদের মিস করবো। তবে এই রকম পরিস্থিতিতে কলকাতার মানুষদের সমর্থন খুব দরকার আমাদের জন্য। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সমর্থন করুন।”