দীনেশ কার্তিক মনে করেন টি-টিয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করবেন।

উইকেটের পিছনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারনে 2019 ওয়ানডে বিশ্বকাপে তরুণ উইকেট রক্ষক ঋষভ পন্থের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু বিশ্বকাপে সেই ভাবে সুযোগ পান নি তিনি। বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার জন্য দীনেশ কার্তিক পেয়েছিলেন মাত্র দুটি ম্যাচ। কিন্তু সেই দুটি ম্যাচে কার্তিক নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন ফলে বিশ্বকাপের পরে ভারতের ওয়ান ডে দল থেকেও বাদ পড়তে হয় তাকে।

পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে না পারলেও কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক দীনেশ কার্তিক মনে করেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে অর্থাৎ টি-টোয়েন্টি ফরমেটে ভারতীয় দলকে দেওয়ার মতো এখনো যথেষ্ট মসলা রয়েছে তার মধ্যে। সেই কারণেই তিনি এখন অনবরত পরিশ্রম করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য।

23690225862d0c0f473d9b64a47ebf6ecffcbd02a3e5e4d0114db60b1e997d128f06e364e

দেশের জার্সি গায়ে 32 টি টিটিয়েন্টি ম্যাচ খেলা দীনেশ কার্তিক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ওয়ানডে বিশ্বকাপে আমি পরিকল্পনা মাফিক খেলতে পারি নি, কিন্তু আমি মনে করে টিটিয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলকে দেওয়ার মতো যথেষ্ট মশলা আমার মধ্যে মজুত রয়েছে। সেই কারণে কার্তিক মনে করেন আসন্ন টিটিয়েন্টি বিশ্বকাপে তিনি ফের ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর