বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে ধারাভাষ্য হিসেবে আবির্ভাব ঘটে ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের। জীবনে প্রথমবার ধারাভাষ্য দিতে গিয়েই তিনি ব্যাপক নাম অর্জন করেছিলেন। ক্রিকেটভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন দিনেশ কার্তিককে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজেও ধারাভাষ্য হিসেবে সুযোগ পেয়ে যান তিনি। তবে এখানে ধারাভাষ্য করতে গিয়ে ঘটে যায় বিপত্তি।
ইংল্যান্ড বনাম শ্রীলংকা সিরিজের দ্বিতীয় ম্যাচে ধারাভাষ্য করতে গিয়ে হঠাৎই নারীবিদ্বেষ মন্তব্য করে বসেন দীনেশ কার্তিক। ক্রিকেটকে ‘অন্যের স্ত্রীর’ সঙ্গে তুলনা করে একটি কুরুচিকর মন্তব্য করে বসেন দীনেশ কার্তিক। যার ফলে সমালোচনার ঝড় ওঠে নেট মাধ্যমে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বুদ্ধিদীপ্ত ধারাভাষ্য করে যতটা প্রশংসা পেয়েছিলেন এক ধাক্কায় সব মাটিতে মিশে যায় দীনেশ কার্তিকের।
রবিবার ইংল্যান্ড বনাম শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ম্যাচে ধারাভাষ্য করতে এসে গত ম্যাচে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন দীনেশ কার্তিক। নিজের নারীবিদ্বেষ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে দীনেশ কার্তিক বলেছেন, ” গত ম্যাচে যা বলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ওই ধরণের কিছু বলার উদ্দেশ্য আমার ছিল না। ভুল শব্দ নির্বাচন করার জন্য আমি দুঃখিত। আমি ভুল করেছি, তার জন্য আমি দুঃখিত। এই নিয়ে আমার স্ত্রী এবং মা আমাকে অনেক কথা শুনিয়েছে। ভবিষ্যতে আর কখনো এমন হবে না। আমি দুঃখিত।”