বাংলা হান্ট ডেস্কঃ যেমন স্বামী, তেমনই স্ত্রী! বর্তমানে এই দম্পতি খেলার জগতে ক্রমাগত একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এবারের আইপিএল 2022-এ, যেখানে রয়্যাল চ্যালেঞ্জর ব্যাঙ্গালোরের হয়ে দীনেশ কার্তিক তার ব্যাটের জাদুতে মুগ্ধ করে চলেছে সকল ক্রিকেট দর্শকদের ঠিক অন্যদিকে পিছিয়ে নেই তার স্ত্রী দীপিকা পল্লীকাল কার্তিকও। যমজ সন্তানের জন্ম দেওয়ার মাত্র 6 মাসেরও কম সময়ের ব্যবধানে শনিবার বিশ্ব ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন করেন কার্তিক-স্ত্রী। আর এই প্রত্যাবর্তন ম্যাচকে স্বরণীয় করে দীপিকা, তার সঙ্গী সৌরভ ঘোষাল এবং সতীর্থ জোশনা চিনপ্পার সাথে যথাক্রমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলস এবং মহিলা ডাবলসে স্বর্ণ পদক জিতলেন।
কার্তিক-স্ত্রী, দেশের সেরা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা 2018 র অক্টোবরের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেন। এতদিন পর খেলার জগতে পা দিলেও নিজের খেলায় তার কোনোরকম ছাপ ফেলতে দেননি দীপিকা এবং প্রথমবারের মতো সৌরভ ঘোষালের সঙ্গে জুটি বেঁধে তিনি এদিন মিক্সড ডাবলস খেতাব জিতে নেন। ফাইনাল ম্যাচে এই ভারতীয় জুটি অ্যাড্রিয়ান ওয়ালার এবং অ্যালিসন ওয়াটার্সের জুটিকে 11-6, 11-8 ব্যবধানে পরাজিত করে।
দীপিকার স্বপ্নের কামব্যাকের এখানেই শেষ নয়। মিক্সড ডাবলস ইভেন্টে স্বর্ণপদক জেতার কিছু সময় পর দীপিকা পল্লীকাল মহিলা ডাবলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব সহজেই সোনার পদক জিতে নেন। জোশনা চিনপ্পাকে সঙ্গী করে ইংল্যান্ডের সারা জেন পেরি এবং ওয়াটার্সকে পরাজিত করেন। এই ম্যাচ তুলনামূলক ভাবে কঠিন হলেও শেষপর্যন্ত ভারতীয় জুটি তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে 11-9, 4-11, 11-8 ব্যবধানে জিতে সোনার পদকে নিজেদের নাম লেখান।
ফলে, বলতেই হবে যেভাবে ক্রিকেটের দুনিয়ায় দীনেশ কার্তিক একের পর এক নজির গড়ে চলেছে ঠিক তেমনি ভাবেই একাধিক খ্যাতির পালক জুড়ে চলেছে কার্তিক স্ত্রী দীপিকার মাথাতেও। এদিন, দু দুটি খেতাব জিতে স্বভাবতই ভারত সেরা এই মহিলা স্কোয়াশ খেলোয়াড়ের চোখে-মুখে উচ্ছ্বাস ধরা পড়ে এবং পরবর্তীতেও একাধিক খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী শোনায় দীপিকাকে।