বাংলাগান্ট ডেস্কঃ আসন্ন পুরভোট নিয়ে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই কলকাতা (kolkata) ও হাওড়া (howrah) পুরনিগমের জন্য নির্বাচনের প্রচার কমিটি ঘোষণা করল বিজেপি (bjp)। দায়িত্ব দেওয়া হল বিজেপির সমস্ত হেভিওয়েট সদস্যদের। বিজেপির মত মতো ১৯ শে ডিসেম্বর পুরভোট হবে কিনা, তা নিয়ে সংশয়ের মধ্যেই বুধবার এই কমিটির ঘোষণা করল বিজেপি।
এই কমিটিতে কলকাতার জন্য ইনচার্জ হিসেবে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী (dinesh trivedi)। হাওড়ার পুরভোটের দায়িত্বে রয়েছেন রথীন চক্রবর্তী। সেইসঙ্গে কলকাতা পুরনিগমের পর্যবেক্ষক হলেন বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং সাংসদ অর্জুন সিং।
আবার কলকাতাকে ভাগ করা হয়েছে চারটি জোনে এবং সেই চার জোনের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে চারজনকে। যাদের মধ্যে রয়েছে তুষার ঘোষ, কল্যান চৌবে, রুদ্রনীল ঘোষ এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এছাড়াও পরিচালন কমিটি তৈরি করা হয়েছে রুপা গঙ্গোপাধ্যায় সহ ১৪ জন সদস্যকে নিয়ে।
এই বিষয়ের বিরুদ্ধাচারণ করলেন বহিস্কৃত সুরজিৎ সাহা। এই কমিটি মানতে নারাজ তিনি। রথীন চক্রবর্তীকে নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেছিলেন, এই পুরভোটের জন্য তৈরি করা কমিটি মূলত তৃণমূলের বি-টিম। আর এই টিমের অধীনস্থ হয়ে তিনি বা হাওড়ার অন্য কোনও বিজেপি কর্মী কাজ করবে না বলে দল থেকে বেরিয়ে যান তিনি।
আবার একটি ভিডিওতে নারদ-কাণ্ডের কথা মনে করিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁকে বহিস্কার করে দল।