বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটির কেন্দ্রবিন্দু হল আয়ারল্যান্ড।অভিযোগ, বছর ২৪ এর ইলিনা তার প্রেমিক ইয়ানকে ভরা রাস্তার সামনে উলঙ্গ করে ভিডিও তুলল।
জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে কাজে আটকে থাকার কারণ প্রেমিকা কে একদমই সময় দিতে পারছিলেন না ইয়ান। তাই সপ্তাহশেষে ঠিক করেন প্রেমিকা ইলিনা কে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যাবেন। কিন্ত ডিনারে গিয়ে যে এভাবে মান সম্মান খাওয়াতে হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইয়া একটু সস্তা পড়বে বলে একটি সাধারণ রেস্তোরাঁ তে ইলিনা কে খেতে নিয়ে আসেন। কিন্ত ইলিনা রেস্টুরেন্ট দেখা মাত্রই সেখান থেকে বেড়িয়ে আসেন। পরে তার প্রেমিক তার মান ভাঙানোর জন্য বাইরে গেলে ক্রমাগত ইলিনা তাকে অপমান করতে থাকে এবং এক প্রকার রাগের বশে জোড় করিয়েই তার সমস্ত জামাকাপড় খুলে একটি ভিডিও করে নেন।