ডোপিংয়ের শিকার বিখ্যাত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার! পেতে হচ্ছে কড়া শাস্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডোপিং কেলেঙ্কারির সাথে যুক্ত হল দীপা কর্মকার (Dipa Karmakar)। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য এবার করা শাস্তি অপেক্ষা করছে তারকা ক্রীড়াবিদের জন্য। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সী তার জন্য শাস্তি বয়ান করে জানিয়েছে যে তাকে ২১ মাস ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ প্রায় দু’বছর কোনো প্রতিযোগিতায় মাঠে নামতে পারবেন না দীপা।

যদিও আইটিএ তাদের ফাইনাল সিদ্ধান্ত জানাতে বেশ কিছুদিন দেরি করেছে এবং ২০২১ সাল থেকেই কোনওরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না দীপার। তাই হিসাব করে দেখা গিয়েছে যে চলতি বছরের জুলাই মাস অবধি কোনরকম প্রতিযোগিতায় মাঠে নামা হচ্ছে না তার।

রিও অলিম্পিকে জিমন্যাস্টিক পদক আনার খুব কাছাকাছি পৌঁছেও অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি তিনি। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য যে ছয়টি বিশ্ব চ্যালেঞ্জ কাপ সিরিজ তার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছিল তার মধ্যে মাত্র তিনটিতে অংশগ্রহণ করতে পারবেন তিনি এই নির্বাসনের কারণে।

dipa karmakar

এই তিনটিতে বিশ্ব চ্যালেঞ্জ কাপ সিরিজে সর্বোচ্চ রেজাল্ট না করলে তার পক্ষে অলিম্পিকের মঞ্চে নিজেকে দেখা আর সম্ভব হবে না। দু বছর আগে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক নামের সংস্থা তার শরীরে একটি নিষিদ্ধ পদার্থ পাওয়ার দাবি করেছিল যখন থেকে ট্র্যাকের বাইরে দীপা।

সেই দাবিকে পরে মান্যতা দেয় আইটিএ। সেই বছরের ১১ অক্টোবর থেকেই নির্বাসিত দীপার শাস্তির মেয়াদ শেষ হবে চলতি জুলাইতে। পরে আইটিএ জানায় দীপার শরীরে হাইজিনমিন পাওয়া গিয়েছে। এটি ক্রীড়াবিদদের জন্য নিষিদ্ধ কারণ এটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তাদের বাড়তি সুবিধা করে দেয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর