বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই বিতর্কের মুখে ‘আদিপুরুষ’ (Adipurush)। নির্মাতারা একদিকে ছবিটিকে ঘিরে দেশ জুড়ে উন্মাদনা ধরে রাখার চেষ্টা করছেন। অন্যদিকে এক একটি বিচ্ছিন্ন ঘটনা নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে পরিস্থিতি। সম্প্রতি এমনি এক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি সানন (Kriti Sanon)। মন্দিরে পরিচালক ওম রাউতকে চুম্বন করে কুৎসিত সমালোচনার মুখে পড়েছেন তিনি।
‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি। সম্প্রতি তিরুপতি মন্দিরে একটি প্রি রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আদিপুরুষ নির্মাতারা। ছবির দ্বিতীয় তথা ফাইনাল ট্রেলার প্রকাশ্যে আনা হয় ওই অনুষ্ঠানে। বিতর্কের সূত্রপাতও সেখানেই।
মন্দিরে প্রণামের পর পরিচালক ওম রাউতকে দেখা যায় কৃতিকে চুম্বন করে বিদায় জানাতে। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটা ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। একজন অভিনেত্রী যিনি সীতার চরিত্রে রয়েছেন ছবিতে, সর্বসমক্ষে তাঁর এই আচরণে লজ্জিত, ক্ষুব্ধ নেটনাগরিকদের একটা বড় অংশ। ক্ষোভ প্রকাশ করে মুখ খুলেছেন দীপিকা চিখলিয়াও।
টেলিভিশনে সর্বপ্রথম সম্প্রচারিত ‘রামায়ণ’এ মা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। তারপর থেকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও সীতা রূপেই পরিচিত হয়ে রয়ে গিয়েছেন তিনি। এখনও অনেকেই দীপিকাকে মা সীতা হিসেবেই সম্মান করেন। আর সেই মর্যাদাও রাখতে চেষ্টা করেন অভিনেত্রী।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের উপরেই দোষ চাপিয়েছেন দীপিকা। তিনি বলেন, এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সবথেকে বড় সমস্যা হল তারা কোনো চরিত্রের মধ্যে ঢুকতে পারে না, অনুভূতিও বোঝে না। তাদের কাছে রামায়ণ শুধু একটা ছবি হতে পারে। কারণ তারা হয়তো আধ্যাত্মিক ভাবে যুক্ত হতে পারেন না।
এরপর দীপিকা বলেন, কৃতি এখনকার প্রজন্মের অভিনেত্রী। এই যুগে কাউকে জড়িয়ে ধরা বা চুম্বন করা একটা সুন্দর আচরণ। দীপিকার মতে, কৃতি হয়তো নিজেকে কখনও সীতা হিসেবে ভাবেনইনি। তিনি নিজে সীতা চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। কিন্তু এখনকার অভিনেত্রীরা শুধু একটা চরিত্র হিসেবেই দেখেন সবকিছু। সিনেমা শেষ হয়ে গেলে চরিত্রটাও ঝেড়ে ফেলে দেন তারা।
নিজেদের সময়কার কথা স্মরণ করে দীপিকা জানান, তাঁদের সময়ে কেউ তাঁদের আসল নাম ধরে ডাকার সাহস পেতেন না। অনেকে সেটেই তাঁদের পা ছুঁয়ে প্রণাম করতেন। মানুষ নয়, দেবদেবী মানা হত তাঁদের। কাউকে জড়িয়ে ধরতে পারতেন না তাঁরা। আর ঘনিষ্ঠ হওয়া তো দূরে থাক। এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটা একই রকম রয়েছে বলে মন্তব্য করেন দীপিকা।