প্রধানমন্ত্রী হওয়ার আগেই ‘সীতা’র সঙ্গে যোগ ছিল মোদীর, ভাইরাল ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ১৯৮৭ সালে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana) । সেই কালজয়ী ধারাবাহিক আবারও ফিরে এসেছে এই লকডাউনের সময়। আর বলা বাহুল‍্য তখন যে জনপ্রিয়তা ছিল এই ধারাবাহিকের এখনও তাই আছে।
তরুণ প্রজন্মও একইরকম ভাবে আপন করে নিয়েছে এই ধারাবাহিক ও তার চরিত্রগুলোকে। রামায়ণে সীতার (sita) চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া (dipika chikhlia)। এই একটি ধারাবাহিকই প্রচুর জনপ্রিয়তা এনে দেয় তাঁকে। এখন রামায়ণ আবার টেলিভিশনে ফেরায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন দীপিকাও।

তবে রামায়ণ ধারাবাহিকের সীতা অর্থাৎ দীপিকা চিখলিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) যে একটা যোগ রয়েছে তা কি জানেন? এই খবর প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি তেখানে তাঁর সঙ্গে একই ফ্রেমে রয়েছেন নরেন্দ্র মোদী। তবে তিনি তখনও প্রধানমন্ত্রী হননি।
ছবির ক‍্যাপশনে দীপিকা লিখেছেন, ‘আমি যখন বারোদা অর্থাৎ এখনকার ভাদোদরা থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনকার ছবি এটা। একদম ডানদিকে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর পাশে লালকৃষ্ণ আডবানীজি ও আমি এবং নির্বাচনের দায়িত্বে থাকা নলিন ভাট।’

বলা বাহুল‍্য ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ‘সীতা’র এমন যোগ দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, এর আগে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার লকডাউনের ঘোষনার বক্তৃতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন দীপিকা। সেই সঙ্গে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলারও কয়েকটি উপায় বাতলেছিলেন তিনি।

X