‘আমার পিসি বাম আমলে ইষ্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে…’, মমতার PhD নিয়ে কটাক্ষ দীপ্সিতার

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি (ED) ও সিবিআই (CBI)। উঠে আসছে একের পর এক প্রভাবশালীর নাম। গ্রেফতার রাজ্যের শাসকদলের শীর্ষ স্থানীয় একাধিক নেতা। রাজ্য সরকারকে তোপ দাগতে শুরু করেছে প্রাক্তন শাসক দল সিপিএম (CPM)। বসে নেই তৃণমূল ((TMC) শিবিরও। তারাও বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক তথ্য প্রমাণ নিয়ে আসছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার সরব হলেন বাম নেত্রী দীপ্সিতা ধর। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুমুল কটাক্ষ করলেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘আমার পিসি বাম আমলে ইষ্ট জর্জিয়া ইউনিভার্সিটি তে চান্স পেয়েছিলো, শুধু সিপিয়েম করে না বলে পিএইচডি টা হয়নি। এমনই ছিল সিপিএম। অনেক ভদ্রতা হয়েছে, এবার খেলা হোক।’ বাম নেত্রীর এই মন্তব্যই মারাত্মক ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস নেত্রী। জন্ম হয়নি তৃণমূলের। হঠাৎই একদিন তিনি দাবি করে বসেন তাঁর একটি পিএইচডি ডিগ্রি রয়েছে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু তাঁর এই দাবি ন্যাসাৎ করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি সেই সময় বলেছিলেন এই নামে কোনও বিশ্ববিদ্যালয়ই নেই।

dipshita

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই অভিযোগ ওঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। বেশ কিছু বছর আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজেকে এমবিএ বলে দাবি করেছিলেন তৃণমূল সাংসদ। হলফনামায় অভিষেক জানান, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮-২০০৯ সালে পাশ এমবিএ ডিগ্রি নিয়ে পাশে করেছেন। অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানটিই ২০১৪ সালে দিল্লি হাই কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল, তারা এই ধরনের কোনও ডিগ্রি তৃণমূল সাংসদকে দেননি।’

শুধু তাই নয়, স্নাতক ডিগ্রি নিয়েও তৃণমূল সাংসদ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছিল সিপিএম। আর এবার মমতার পিএইচডি ডিগ্রী নিয়ে ফের জলঘোলা করলেন দীপ্সিতা ধর।


Sudipto

সম্পর্কিত খবর