বরফ গলছে সম্পর্কে! ৫ বছর পর পাকিস্তানের এই ‘বন্ধু’ দেশের সঙ্গে সরাসরি বিমান চালু হচ্ছে ভারতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : করোনাকালে বিশ্ব জুড়ে ঘটে গিয়েছিল বেশ কিছু পরিবর্তন। তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল সুদূরপ্রসারী। মহামারির পর পাঁচ বছর অতিক্রান্ত হলেও বিষয়গুলি রয়ে গিয়েছে অপরিবর্তিত। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্ব জুড়ে লকডাউন শুরু হলে বিভিন্ন দেশের (India) সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বিমান চলাচল থমকে গিয়েছিল। পরবর্তীতে যদিও ফের তা চালু হয়, কিন্তু একটি দেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল আর শুরু হয়নি পাঁচ বছরে। অবশেষে আবারো তা শুরু করা নিয়ে কথাবার্তা চলছে দুই দেশের মধ্যে।

এই দেশের সঙ্গে আবারো সরাসরি বিমান চালু হতে চলেছে ভারতের (India)?

দেশটি হল চিন। করোনাকালে সেই যে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়েছিল, তারপর আর তা চালু হয়নি। এর অন্যতম কারণ ছিল, সীমান্তে উত্তেজনা। চিনের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়ে একাধিক বড় পদক্ষেপ করেছিল নয়া দিল্লি (India)। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফিরেছে স্থিতিশীল অবস্থা। এমতাবস্থায় আবারো দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার চিন্তা ভাবনা চলছে বলে খবর।

Direct flights will reportedly resume between india and this country

দু দেশের সম্পর্কে হয়েছে উন্নতি: ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা যে আবার চালু হতে পারে, গত মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন চিনের কনসাল জেনারেল জু্ ওয়েই। ভারত (India) চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এসে একথা বলেছিলেন তিনি। বেজিংয়ের সঙ্গে এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের কথা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে। ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিব সোমবার জানান, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার বিষয়ে একটি ঐক্য মতে পৌঁছেছে ভারতের (India) বিদেশ মন্ত্রক এবং বেজিং।

আরো পড়ুন : নিজে বাড়িছাড়া শাহরুখ, ভাড়ায় খাটাচ্ছেন লস অ্যাঞ্জেলসের ভিলা! এক রাতের খরচ জানেন?

কবে চালু হবে: সব ঠিকঠাক থাকলে আবারও সরাসরি বিমান পরিসেবা চালু হবে বলে খবর। জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের নির্দেশিকা মেনেই চালু হবে বিমান পরিষেবা। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে বিদেশ সচিবের চিন সবর শেষ হতেই একটি বিবৃতি দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা আবারো চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছিল দিল্লি (India)।

আরো পড়ুন : ‘ভয়ঙ্কর হামলা হবে’! ৫ মাসের মধ্যে ফের হুমকি বার্তা রাম মন্দিরে, আরো বাড়ল নিরাপত্তা

উল্লেখ্য, করোনা মহামারির আগে চিনের বেজিং, সাংহাই এর মতো শহর থেকে দিল্লি, মুম্বই, কলকাতা সহ আরো কয়েকটি শহরে সরাসরি বিমান পরিষেবা চালু করা হয়েছিল। করোনার জেরে তা বন্ধ গিয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। ওই ঘটনার পরেই চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করে ৫৯ টি চিনি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X