মাঝরাতে আচমকাই শ্বাসকষ্ট, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনীক দত্ত

বাংলাহান্ট ডেস্ক: বছর ঘুরে গেলেও দুঃসময় কাটছে না টলিপাড়ার। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মঙ্গলবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অনীক দত্ত। রবিবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তখনি তাঁর মঞ্চে উঠতে নামতে অসুবিধা হচ্ছিল বলে জানানো হয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্রের তরফে। তখনি হাসপাতালে ভর্তি করানোর কথা বললে নাকি রাজি হননি পরিচালক। কিন্তু গতকাল রাত থেকেই হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি।

Anik dutta

পরিচালকের পরিবারের তরফে জানানো হয়েছে, সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরিস্থিতি আরো খারাপ হয় তিনি বাড়ি আসার পর। জানা গিয়েছে, পরিচালক নাকি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল তাঁর। তারপরেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।

আইসিইউতে রাখা হয়েছে পরিচালক অনীক দত্তকে। তাঁর স্ত্রী জানান, সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি অনেকদিন ধরেই। কিছুদিন আগে নাকি চেকআপও করিয়েছেন। কিন্তু হঠাৎ করেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় চিন্তায় পড়েছেন ইন্ডাস্ট্রির সদস্য থেকে সিনেপ্রেমীরাও।

প্রসঙ্গত, অনীক দত্তের পরিচালিত শেষ ছবি ‘অপরাজিত’। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অস্কারজয়ী ছবি ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য গল্প উঠে এসেছিল ওই ছবিতে। সত্যজিতের ছায়ায় তৈরি অপরাজিত রায় চরিত্রে অভিনয় করেছিলেন জিতু কামাল। ব্লকবাস্টার হিট হয়েছিল ছবিটি।

জানা যাচ্ছে, আগামীতে আরো কিছু ছবির কাজ রয়েছে অনীক দত্তের হাতে। দ্রুত সুস্থ হয়ে আইসিইউ থেকে বেরিয়ে আসুন তিনি। আবারো নতুন উদ্যমে ছবির কাজ শুরু করুন অনীক দত্ত, এই কামনাই মনেপ্রাণে করছেন সিনেপ্রেমীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর