বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরেও থামল না বিনোদন দুনিয়ার মৃত্যু মিছিল। সপ্তাহের শুরুতেই এর জোড়া দুঃসংবাদ। বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের পর প্রয়াত হলেন পরিচালক অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) পুত্র পরিচালক সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury)। গত ১৭ ডিসেম্বর থেকে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। ৩ রা জানুয়ারি জীবনযুদ্ধে হার মানেন পরিচালক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর।
জানা যাচ্ছে, কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক সন্দীপ চৌধুরী। গত ১৭ ডিসেম্বর শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই এতদিন ভর্তি ছিলেন তিনি। তাঁর রক্তে শর্করার মাত্রাও বেড়ে গিয়েছিল বলে খবর।
টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র ছিলেন সন্দীপ চৌধুরী। বাবার মতো তিনিও এসেছিলেন অভিনয় জগতে। বড়পর্দা ছোটপর্দা মিলিয়ে সক্রিয় ভাবে কাজ করছিলেন তিনি। বহু বছর ধরেই সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপ চৌধুরী। জনপ্রিয় ‘এরাও শত্রু… মুখোশের আড়ালে’ সিরিয়ালের পরিচালক ছিলেন তিনি।
সাম্প্রতিক কালে ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালে কাজ করেছেন সন্দীপ চৌধুরী। সেখানে সৃজনশীল পরিচালক ছিলেন তিনি। ‘কন্যাদান’ সিরিয়ালেও কাজ করছিলেন পরিচালক। এছাড়াও আরো কিছু সিরিয়াল আনার কথা ছিল তাঁর। ‘বিদ্রোহিনী’ নামে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিতু কামালের সঙ্গে একটি ছবিও করার কথা ছিল তাঁর। মাত্র ৪৪ এই পরিচালককে হারিয়ে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়।
মঙ্গলবার সকালেই আরো এক মৃত্যু সংবাদ এসে পৌঁছেছিল বিনোদুনিয়ায়। প্রয়াত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। বেশ কিছুদিন ধরেই তাঁর অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান শিল্পী। এছাড়াও বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। ভর্তি ছিলেন হাসপাতালে।
সোমবার রাতে শিল্পীকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। বাড়ি থেকেই তাঁর চিকিৎসা হওয়ার কথা ছিল। কিন্তু সে সুযোগ দিলেন না তিনি। মঙ্গলবার ভোরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী সুমিত্রা সেন।