আবারো দুঃসংবাদ টলিপাড়ায়, ফুসফুসের ক‍্যানসারের চতুর্থ স্টেজে ‘জননী’ পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবর বিনোদন জগতে থমথমে পরিবেশ তৈরি করেছে। এবার ক‍্যানসারে (Lungs Cancer) আক্রান্ত হওয়ার খবর এল বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরীর (Bishnu Pal Chowdhury)। ফুসফুসে ক‍্যানসার হয়েছে ‘জননী’ খ‍্যাত পরিচালকের। মুম্বইতে চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি।

জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সমস‍্যায় ভুগছিলেন পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। গত কয়েক সপ্তাহ ধরেই ফুসফুসের সমস‍্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক।

Bishnu Pal Chowdhury
একাধিক পরীক্ষা নিরীক্ষা করার পর প্রকাশ‍্যে এসেছে সেই মারাত্মক খবর। ফুসফুসে ক‍্যানসার বাসা বেঁধেছে পরিচালকের। চতুর্থ স্টেজে রয়েছে বলে জানান তিনি। শুক্রবার সকালেই রিপোর্ট এসে পৌঁছেছে তাঁর কাছে। কিন্তু এই পরিস্থিতি হল কীকরে?

পরিচালক বিষ্ণু পাল চৌধুরী নিজেই স্বীকার করেছেন, তিনি অত‍্যধিক ধূমপান করতেন। সম্ভবত সেই কারণেই এই মারণ রোগ বাসা বাঁধল তাঁর শরীরে। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, বুকে প্রচণ্ড ব‍্যথা। একটু কথা বলতে গেলেই হাঁপ ধরছে। তবে হাল ছাড়েননি পরিচালক।

শুক্রবার রিপোর্ট পাওয়ার পর কলকাতার হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। এরপর তাঁর গন্তব‍্য মুম্বই। সেখানে টাটা ক‍্যানসার হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি। ইতিমধ‍্যেই সেখানে নাম রেজিস্টার করিয়ে নিয়েছেন পরিচালক। আগামী রবিবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বই পাড়ি দেবেন তিনি।

প্রসঙ্গত, বাংলা টেলিজগতের অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জননী’র পরিচালক ছিলেন বিষ্ণু পাল চৌধুরী। অনেকদিন ধরে চলেছিল সিরিয়ালটি। মুখ‍্য চরিত্রে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী। এখনো জননী সিরিয়ালটি জনপ্রিয় হয়ে রয়েছে অনেক দর্শকের কাছেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর