বাংলাহান্ট ডেস্ক: গত বছরের মার্চে মুক্তি পেয়েছিল একটি ছবি, যা চেয়েও ভুলতে পারছেন না দর্শকরা। ছবির নাম ‘আমি রবীন্দ্রনাথ’ (Ami Rabindranath)। কিছু পুরনো, কিছু বেশ নামী অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছিল ছবিটিতে। কিন্তু শেষমেষ এমনি এক কাণ্ড বানিয়ে বসেন পরিচালক যা নিয়ে প্রশংসার থেকে বেশি ট্রোলই হয়েছিল। এক বছর ঘুরতে চললেও আমি রবীন্দ্রনাথকে নিয়ে হাসি, মশকরা অব্যাহত।
এর মাঝেই পরিচালক বিশ্বজিৎ ঘোষ ঘোষনা করে দিলেন, ‘আমি রবীন্দ্রনাথ’ এর সিক্যুয়েল আসছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশ্বজিৎ লিখেছেন, ‘আমার সিনেমার প্ল্যানিং: আমি রবীন্দ্রনাথ ২ (রিলিজের পথে), সুশান্তের সুইসাইড নোট (শুটিং শুরু হবে) আর ২০২৩ এ বাহুবলী ৩ (বাংলা তে)’।
অর্থাৎ একটি নয়, একসঙ্গে তিন তিনটি ছবির ঘোষনা করে দিয়েছেন পরিচালক। উল্লেখ্য, ইতিমধ্যেই আমি রবীন্দ্রনাথ ২ এর সিক্যুয়েল এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, জল থেকে ভেজা শরীরে উঠে আসছেন কবিগুরু। তাঁর রীতিমতো সিক্স প্যাক ওয়ালা সুঠাম ফিগার! ঠাকুরবাড়ির একাধিক সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে আসবে সিক্যুয়েলে।
ইতিমধ্যেই একপ্রস্থ ট্রোলও হয়ে গিয়েছে নতুন ট্রেলার নিয়ে। কয়েকজন কটাক্ষ করেছেন, এই ছবির অস্কার পাওয়া কেউ আটকাতে পারবে না। যদিও নির্মাতাদের কোনো ট্রোলই আটকাতে পারেনি। এবার ‘সুশান্তের সুইসাইড নোট’ এরও ঘোষনা করে দিয়েছেন পরিচালক বিশ্বজিৎ। নামটা শুনে ‘কাদম্বরী দেবীর সুইসাইড নোটের’ কথা মনে পড়তেই পারে।
যদিও ‘সুশান্তের সুইসাইড নোট’ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে তৈরি হবে কিনা তা এখনো জানাননি পরিচালক। শুধু বলেছেন, শুটিং শুরু হয়েছে। এছাড়াও রয়েছে ‘বাহুবলী ৩’। তাও আবার বাংলা ভাষায়। এমতাবস্থায় দর্শকদের একটাই অনুরোধ, ‘আমি রবীন্দ্রনাথ’ এর মতো হাল যেন বাকি ছবিগুলির না হয়।