শেষ ছবি আর করা হল না, না ফেরার দেশে বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে মর্মান্তিক দুঃসংবাদ চলচ্চিত্র জগতে। প্রয়াত খ্যাতনামা বলিউড পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যেসব বঙ্গসন্তানরা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাদের মধ্যে প্রদীপ সরকার অন্যতম। শুক্রবার সকালে পরিচালক হনসল মেহতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই খারাপ খবর।

শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন কিডনির অসুখে। প্রয়াত পরিচালকের পরিবারের তরফে জানানো হয়, ডায়ালিসিস করা হয়েছিল প্রদীপ সরকারের। তারপরেও পরিস্থিতি বেশ গুরুতর ছিল। রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক ছিল না বলে খবর।

pradeep sarkar

হঠাৎ করেই নাকি পটাশিয়ামের মাত্রা দ্রুত হারে কমতে থাকে। সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও কোনো লাভ হয়নি। ভোর রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রিয় ‘দাদা’। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বরাবর বলিউডেই কাজ করেছেন প্রদীপ সরকার। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও দিয়ে পরিচালনায় হাত পাকিয়েছিলেন তিনি। এভাবেই শুরু কেরিয়ার। মায়েরি, ধুম পিচাক ধুম, আব কে সাওয়ান অ্যায়সে বরসে-র মতো মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। সেখান থেকে পা রাখা সিনেমার জগতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘পরিণীতা’য় প্রথম কাজ করেন প্রদীপ সরকার।

তারপর থেকে থামেননি। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। লাগা চুনরি মে দাগ, লাফাঙ্গে পরিন্দে, মর্দানি-র মতো ছবির পরিচালনা করেছেন তিনি। শেষবার পরিচালকের আসনে বসেছিলেন হেলিকপ্টার ইলা ছবির জন্য। সেই ছবিতে অভিনয় করেছিলেন কাজল এবং ঋদ্ধি সেন।

প্রতিভাবান পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। শোকপ্রকাশ করেছেন অজয় দেবগণ, নীল নীতিন মুকেশ, মনোজ বাজপেয়ীরা। আগামীতে নটী বিনোদিনীর বায়োপিক বানানোর কথা ছিল পরিচালকের। একসঙ্গে কাজ করবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু সে সুযোগ আর দিলেন না প্রদীপ সরকার। এদিন বিকেল চারটে নাগাদ সান্তাক্রুজে হবে পরিচালকের শেষকৃত্য।


Niranjana Nag

সম্পর্কিত খবর