সাতসকালে হাইকোর্টে ছুটলেন শুভশ্রী, মিঠুন, ঋত্বিক! কী নিয়ে ঝামেলা? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎ হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে হৈচৈ। এমনিতেই ছুটির দিন। সব শুনশান থাকারই কথা। রবিবার তো হাইকোর্ট বন্ধ। তাহলে এত হইহই কীসের! শুরু হল লাইট, ক্যামেরা, অ্যাকশন! আসলে এ আর কিছু নয়, রাজ চক্রবর্তীর নতুন ছবির শুটিং। রবিবার অফিস পাড়ায় শুটিং (Shooting) করতে দেখা গেল মিঠুন, শুভশ্রী, ঋত্বিককে। এলেন এসিপি লালবাজার অলোক সান্যালও।

জানা গিয়েছে, রাজ্যের ছবিতে এক আইনি টানাপোড়েনের দৃশ্যের শুটিং করতেই শিল্পীরা পৌঁছে যান হাইকোর্ট চত্বরে। আইনজীবীর পোশাক পরে শট দিতে দেখা গেল শুভশ্রীকে। ঋত্বিকের পরনেও ছিল সাদা শার্ট। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক ও মিঠুনকে।

আরও জানা গিয়েছে এই সিনেমার গল্প মূলত বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন শুভশ্রী ও ঋত্বিক। সেই ছবির শুটিং এর জন্যই সকাল থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিজের গোটা টিম নিয়ে হাজির ছিলেন রাজ।

রবিবার যেহেতু হাইকোর্ট চত্বর ফাঁকা থাকে তাই সকাল সকাল ছবির কিছুটা অংশের শ্যুটিং সেরে ফেলে রাজের টিম। হাইকোর্ট চত্বরে শুটিং সেরে রাজ বলেন, ‘আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং করা হয়েছে সকাল থেকে। আপাতত এটুকুই। এর বেশি বলা যাবে না।’

raj chakraborty us afraid of subhashree ganguly

আরও পড়ুন: টানা ৭ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুতে কাঁপবে এই ৮ জেলা: আবহাওয়ার খবর

জানা গিয়েছে, ছবিতে বাবা-ছেলের ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তীর ও মিঠুন। ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অহনা দত্ত ওরফে অনুরাগের ছোঁয়ার মিশকাকে। উকিলের চরিত্রে দেখা যাবে রাজ ঘরনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজ চক্রবর্তীর আপকামিং এই ছবি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে দর্শক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর