বিনোদ খান্নার নায়ক হওয়া যাঁর হাত ধরে, প্রয়াত সেই পরিচালক শিব কুমার

বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরশুমের মাঝে বলিউড (Bollywood) থেকে এল দুঃসংবাদ। প্রয়াত বর্ষীয়ান পরিচালক (Director) তথা প্রযোজক শিব কুমার খুরানা (Shiv Kumar Khurrana)। একাধিক জনপ্রিয় ছবির পরিচালক প্রয়াত হন গত ২৫ অক্টোবর। মুম্বইয়ের ব্রহ্মকুমারী গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, বয়সজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

বহু ক্লাসিক ছবি উপহার দিয়ে গিয়েছেন শিব কুমার। মিট্টি অউর সোনা, বদনাম, বদ নসিব, বেআব্রু, সোনে কি জঞ্জির, ইন্তেকাম কি আগ এর মতো জনপ্রিয় ছবির পরিচালক তিনি। দাগাবাজ, হাম তুম অউর ও, অঙ্গ সে অঙ্গ লাগালে ছবিগুলির প্রযোজকও ছিলেন শিব কুমার। তিনিই বিনোদ খান্নাকে (Binod Khanna) প্রথম নায়ক হিসাবে ছবিতে সুযোগ দেন। পরিচালকের মৃত‍্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে বলিউডে।

Shiv kumar khurrana
সোশ‍্যাল মিডিয়ায় অনেকেই শোক জ্ঞাপন করেছেন প্রয়াত পরিচালকের উদ্দেশে। বিন্দু দারা সিং এরও অভিনয় সফর শুরু শিব কুমার খুরানার হাত ধরে। ‘করন’ ছবিতে ডেবিউ করেছিলেন তিনি। শোক জ্ঞাপন করে টুইটে দারা সিং লিখেছেন, ‘খুব ভাল মানুষ ছিলেন। এই অপূরণীয় ক্ষতি সহ‍্য করার মতো শক্তি ওঁর পরিবারকে দিন ঈশ্বর।’

গত ২৫ অক্টোবর প্রয়াত হন শিব কুমার খুরানা। আজ শুক্রবার বিকেল নাগাদ অন্ধেরির গুরুদ্বারা শ্রী গুরু সিং সভায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল প্রয়াত পরিচালকের পরিবারের তরফে। স্ত্রী এবং দুই সন্তানকে রেখে গিয়েছেন পরিচালক শিব কুমার খুরানা।

Niranjana Nag

সম্পর্কিত খবর