বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজীব দেবনাথ, এই নামটা উল্লেখ করলে হয়তো অনেকের কাছেই পরিচিত বলে মনে হবে না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আম্পায়ারিং করা এই আম্পায়ারের কাজের সাক্ষী থেকেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে করে সিএবির একসময়ের সভাপতি জগমোহন ডালমিয়া। কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার কারণে বহুকষ্টে দিন কাটছে তার।
এমনটা হওয়ার কথা ছিল না। একসময় কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল প্যারা ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছেন। প্রতিবন্ধী আম্পায়ার হিসেবে যথেষ্ট পরিচিতিও রয়েছে তার। কিন্তু তার জীবনের আসল বড় সমস্যা শুরু হয় ২০২০ সালের একদম শেষ থেকে। তার বাঁ পায়ে মারাত্মক জটিলতা দেখা যায়। নানান জায়গায় চিকিৎসা করানোর পর ব্যাঙ্গালোরের চিকিৎসকরা জানিয়েছেন যে তার পায়ে যে অপারেশন করার প্রয়োজন তার জন্য খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকা।
আর এই কথা শুনেই ঘুম উড়েছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার হাসপুর এলাকার আম্পায়ারের। এই খবর শোনার পর থেকে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছেন। তার মা প্রতিবন্ধী ছেলের চিকিৎসার খরচ কি করে জোগাড় করবেন এই ভেবে দিনের পর দিন অনিদ্রায় রাত কাটাচ্ছেন। তিনি নানান জায়গায় আবেদন জানিয়েছেন যাতে ছেলের এই চিকিৎসার খরচ উঠে আসে।
২০০৯ সালে তিনি কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম বাংলাদেশ, প্রতিবন্ধী ম্যাচের আম্পায়নিং এর দায়িত্ব পরিচালনা করেছিলেন যেখান থেকে তার পরিচিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। ওই ম্যাচটি দেখতে ২০০৯ সালে ইডেনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা শেষ হওয়ার পর তার সঙ্গে ছবিও তুলেছিলেন রাজীব। পরবর্তীতে বেশ কয়েক বছর সিএবির বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
একসময়ের শরীরে প্রতিবন্ধকতা নিয়েও দিব্যি হাঁটাচলা করে বেড়াতেন। কিন্তু ২০২০ সাল থেকে তার জীবনে শান্তি নেই। কোথা থেকে অপারেশনের এই টাকা জোগাড় করবেন তা ভেবে চিন্তায় ঘুম হয় না তার। এখন দেখার যে ক্রীড়াপ্রেমী মানুষরা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন কিনা।