’২১ অক্টোবর…’! বারবার বলেও মেলেনি পেনশনের টাকা! মামলা হতেই বিরাট নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ বারবার বলার পরেও হকের পেনশনের (Pension) টাকা পাননি। একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি। উল্টে খালি হাতে ফিরে আসতে হয়েছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে আদালত অবধি। এবার এই মামলাতেই বড় নির্দেশ দেওয়া হল।

  • বারবার বলেও পেনশন (Pension) মেলেনি! বড় নির্দেশ আদালতের

প্রাপ্য পেনশনের টাকা পাননি এক প্রতিবন্ধী জওয়ান। এই নিয়ে বহুবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কিছু হয়নি! এমনকি সেনা আদালতে গিয়েও সুরাহা হয়নি! এবার এই মামলাতেই বারবার আদালত অবমাননার অভিযোগ তুলে সেনাপ্রধানকে তলব করা হল। সেনা আদালত তথা আর্মড ফোর্স ট্রাইবুনাল এই নির্দেশ দিয়েছে।

জানা যাচ্ছে, সেনা প্রধানের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা আদালতের বিচারক বলেন, আগামী ২১ অক্টোবর সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

আরও পড়ুনঃ মহাষষ্ঠীতেও দুর্যোগ! আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? রইল আবহাওয়ার হাতেগরম আপডেট

জানা যাচ্ছে, এই দুই কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। একাধিকবার আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই প্রতিবন্ধী জওয়ানকে কেন তাঁর প্রাপ্য পেনশনের (Pension) টাকা দেওয়া হয়নি সেটা জানাতে হবে সেনা প্রধান এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে।

Court order on Pension

উল্লেখ্য, এর আগে সেনা আদালতে এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। তবে কোনও সুরাহা হয়নি। নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখে উচ্চ আদালত। তারা স্পষ্ট জানায়, আদালতের নির্দেশ অবমাননা করা হলে তার বিরুদ্ধে সেনা আদালত মামলা করতে পারে।

এখানেই শেষ নয়! কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তবে নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় কোনও রকম স্থগিতাদেশ দেয়নি উচ্চ আদালত। চলতি মাসেই এই সম্বন্ধিত মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে। এবার নিম্ন আদালতে এই মামলার শুনানিতেই সেনা প্রধান এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সেনা আদালত।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর