দিলীপ ঘোষের সঙ্গে মতানৈক্য, বিজেপি ছাড়ছেন আরও এক নেতা

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই বিজেপি (Bharatiya Janata Party) ছাড়ার ঘোষণা করেছিলেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ওনার বিজেপি ছাড়ার কারণ হিসেবে দুটি ইস্যু প্রকাশ্যে উঠে এসেছিল, একটি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পদ হাতছাড়া হওয়া, আরেকটি হল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে মতানৈক্য। বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের অশান্তি অনেক দিনের পুরনো। তবে শুধু বাবুল সুপ্রিয়ই নন, বিজেপির অনেক বড়বড় নেতার সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব বারবার উঠে এসেছে। আর এরই মধ্যে আরও এক বিজেপি নেতা দিলীপ ঘোষকে কারণ করে বিজেপির ছাড়ার ঘোষণা করলেন।

একুশের নির্বাচনের পর অনেক দলবদলু নেতাই প্রকাশ্যে বিজেপি ছাড়ার ঘোষণা করেছেন। দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, সোনালী গুহ সমেত অনেক দলবদলু ইতিমধ্যে বিজেপি ছেড়েও দিয়েছেন। এছাড়াও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়ও তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি অনেকে এখন তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আর এরই মধ্যে আরও এক বিজেপি নেতা দল ছাড়ার ঘোষণা করে দেন।

এবার বিজেপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের বিজেপি ত্যাগের জন্য সরাসরি বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকেই দায়ী করেছেন। বিগত তিন বছর ধরে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত থাকা অনিন্দর এই ঘোষণা বিজেপিকে যে অস্বস্তির মধ্যে ফেলবে, সেটা বলাই বাহুল্য। কারণ একসময় এই অনিন্দ্যের হাত ধরেই টলিউডের অনেক কলাকুশলীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টলিউড শিল্পীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, তাঁরা নিজেদের কাজ ছেড়ে যদি রাজনীতি করতে আসে, তাহলে তাঁদের রগড়ে দেওয়া হবে। ওনার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি বিরোধী কলাকুশলীরা। এমনকি বিজেপি ঘেঁষা শিল্পীরাও দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন। আর এবার সেই মন্তব্যের জেরেই অনিন্দ দল ছাড়ার ঘোষণা করেছেন।

anindya 1

অনিন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আগাগোড়াই সন্ত্রাস বিরোধী। দিলীপ ঘোষ যদি প্রকাশ্যে এমন কথা বলতে পারেন, তাহলে দলের নীচু তলার কর্মীরা সাহস পেয়ে আরও বড়সড় কিছু বলতে পারে। এই কারণেই আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” অনিন্দ এও জানিয়েছেন যে, তিনি বিজেপিতে থাকার আগ্রহই হারিয়ে ফেলেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর