পাকিস্তানের কবজায় থাকা কাশ্মীরে প্রকৃতির প্রকোপ! চারিদিকে চলল শুধু ধ্বংসলীলা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার দুপুর ৪ঃ৩১ নাগাদ দিল্লী NCR সমেত গোটা উত্তর ভারতে ভূমিকম্পর ঝটকা টের পাওয়া যায়। ভূমিকম্পের ঝটকা হরিয়ানা, পাঞ্জাব, দিল্লী, কাশ্মীর, হিমাচল প্রদেশ এর আলাদা আলাদা যায়গায় অনুভব করা হয়। খবর পাওয়া যাচ্ছে যে, এই ভূমিকম্পে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সেখান থেকে এক বাচ্চার মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

ভূমিকম্পের ভয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে জড় হয়েছে। ভূমিকম্পের এই ঝটকা অনেক বড় ছিল। আর এর প্রভাব পুঞ্ছ, রাজৌরি এবং জম্মু কাশ্মীরের অনেক অংশে অনুভব করা হয়েছে। সংবাদ মাধ্যম ANI অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ মাপা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র স্থল লাহোর থেকে ১৭৩ কিমি দূর উত্তর পশ্চিমে বলে জানা গেছে।

পাকিস্তানের পাশে থাকার দরুন জম্মু কাশ্মীরের অনেক অংশে আজকের এই ভূমিকম্পের তীব্রতা অনুভব করা যায়। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে এর আগে ২০০৫ সালে এরকমই ভূমিকম্প অনুভব করা হয়েছি। তখন কাশ্মীরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ২০০৫ সালে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ৭.৬ মাপা হয়েছিল। সেই সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর