বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল টাটা মোটরস (Tata Motors)। এমতাবস্থায়, এই সংস্থা সম্প্রতি একাধিক সাফল্য অর্জন করেছে। পাশাপাশি, সংস্থার অন্যতম জনপ্রিয় গাড়ি Tata Punch দেশের সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকায় একদম শীর্ষস্থানে উঠে এসেছে। যার ফলে এটা স্পষ্ট হয়ে গেছে যে টাটার তৈরি গাড়িগুলিকে গ্রাহকেরা যথেষ্ট ভরসা করছেন। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করল এই সংস্থা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি মাস অর্থাৎ মে মাসে টাটার একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড় প্রদান করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কয়েকটি মডেলের ক্ষেত্রে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকেরা। মূলত, এই অফারগুলির মধ্যে নগদ ছাড় থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বেনিফিটস অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করার পাশাপাশি কোন কোন মডেলগুলিতে এই বিপুল ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে তা তুলে ধরা হল।
১. Tata Tiago: প্রথমেই আমরা টাটার জনপ্রিয় এন্ট্রি লেভেল গাড়িগুলির মধ্যে অন্যতম Tata Tiago-র বিষয়ে জানাবো। এই গাড়িটির একাধিক ভার্সন তৈরি করেছে সংস্থা। এমতাবস্থায়, জানা গিয়েছে যে Tiago-র পেট্রোল ভার্সনের XT(O), XT এবং XZ ট্রিমের ভেরিয়েন্টগুলির ক্ষেত্রে চলতি মাসে সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা প্রদান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, ৬০,০০০ টাকার সর্বাধিক ছাড়ের মধ্যে নগদ ছাড় রয়েছে ৪৫,০০০ টাকা। পাশাপাশি, মিলবে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে ৫০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। এদিকে, অন্যান্য পেট্রোল চালিত ভেরিয়েন্টগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার নগদ ছাড়ের সুবিধা মিলবে বলেও জানা গিয়েছে। অপরদিকে Tiago-র CNG ভার্সনের জন্য ২৫,০০০ টাকার নগদ ছাড়ের সুবিধা প্রদান করা হচ্ছে।
২. Tata Altroz: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Tata Altroz-এর-এর ডিজেল এবং পেট্রোল এমটি ভার্সনের জন্য সংস্থার তরফে চলতি মাসে সর্বোচ্চ ছাড়ের ঘোষণা করা হয়েছে ৫০,০০০ টাকা। এর মধ্যে রয়েছে ৩৫,০০০ টাকার নগদ ছাড়। এর পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বেনিফিটের পরিমাণ হল যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। এদিকে, Altroz-এর CNG ভার্সনের জন্য সর্বোচ্চ ৩৫,০০০ টাকার ছাড়ের সুবিধা উপলব্ধ রয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: চারধাম যাত্রায় মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, বানানো যাবে না রিল! নতুন আদেশ জারি সরকারের
৩. Tata Tigor: এবারে আমরা যে গাড়িটির প্রসঙ্গ উপস্থাপিত করব সেটিও টাটার একটি জনপ্রিয় মডেল। যেটি হল Tata Tigor। এই গাড়িটির গাড়িটির XZ+ এবং XM ভেরিয়েন্টের জন্য মে মাসে সর্বোচ্চ ৫৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করা হয়েছে। যার মধ্যে নগদ ছাড়া রয়েছে ৪০,০০০ টাকা। এর পাশাপাশি, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বেনিফিটের পরিমাণ হল যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। এদিকে, Tigor-এর অন্যান্য পেট্রোল চালিত মডেলগুলিতে মিলবে ৩০,০০০ টাকার নগদ ছাড়ের সুবিধা। পাশাপাশি, Tigor-এর CNG ভার্সনের ক্ষেত্রে নগদ ছাড়ের পরিমাণ হল ৩০,০০০ টাকা।
আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে “এন্ট্রি” আদানির! শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি
৪. Tata Nexon: জানিয়ে রাখি যে, Tata Nexon-এর ডিজেল ভার্সনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় প্রদান করা হচ্ছে ২০,০০০ টাকা। যেটির মধ্যে নগদে ছাড় এবং কর্পোরেট বেনিফিটের সুবিধা হল যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। এদিকে, Tata Nexon-এর পেট্রোল ভার্সনের ক্ষেত্রে ১০,০০০ টাকার নগদ ছাড় সহ ৫,০০০ টাকার কর্পোরেট বেনিফিটের সুবিধা প্রদান করা হচ্ছে বলেও জানা গিয়েছে।