বাংলাহান্ট ডেস্কঃ শীত কাটিয়ে বসন্ত আসতেই সাধারনভাবে আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থ হয়ে পড়ে মানুষ। এই সময় মাথা চাড়া দিয়ে ওঠে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গগুলো। এবছর পাশাপাশি ছড়িয়েছে করোনা আতঙ্ক, যার উপসর্গগুলি সাধারণ জ্বর-সর্দি-কাশির মতোই। ফলে আতঙ্কের পরিস্থিতি দেশ ও রাজ্যজুড়ে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হয়েছে। এমনকি দেশের অনেক স্কুল, অফিস, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ১০৮ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ২ জন।
রবিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল।
কিন্তু সোমবার থেকেই আবার ঝলমলে রোদ উঠতে দেখা গেছে সারা আকাশ জুড়ে। তবে সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর (Weather Office)। কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুতসহ (Thunderstorm) বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সমগ্র রাজ্য জুড়ে।
পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে (Kashmir) ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লী সহ উত্তর- পশ্চিমের রাজ্য গুলিতে রয়েছে বৃষ্টির সম্ভবনা।