উত্তাল হাওয়ায় এলোমেলো চুল, মালদ্বীপের উষ্ণতা বাড়াচ্ছেন বিকিনি সুন্দরী দিশা পাটানি

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখতে হয় দিশা পাটানির (disha patani) থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না। নিত্যনতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাকে নিজেকে কীভাবে মেলে ধরতে হয় সেটাও খুব ভাল করেই জানেন দিশা পাটানি। এমনি এমনি কি আর ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ঢল!

মালদ্বীপ যে বলি তারকাদের ছুটি কাটানোর জন‍্য অন‍্যতম প্রিয় জায়গা তা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। মাঝে মাঝেই ছোটখাট ট‍্যুরের জন‍্য এই নীল জলরাশিতে ঘেরা দ্বীপে পাড়ি দেন তারকারা। বিশেষ করে দিশা পাটানিকে প্রায়ই মালদ্বীপ ভ‍্যাকেশনে যেতে দেখা যায়।

806121 disha patani
এবারেও কিছু দিনের ছুটি পেয়ে মালদ্বীপে পাড়ি দিয়েছেন দিশা। সমুদ্র সৈকতে বিকিনি অবতারে দেখা গিয়েছে তাঁকে। খয়েরি রঙের ফ্রিঞ্জ বিকিনি পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন দিশা। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে বালির উপর বসে রয়েছেন তিনি। সমুদ্রের দিক থেকে আসা হাওয়ায় উড়ছে তাঁর চুল। পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।

https://www.instagram.com/p/CN1heHqAXqZ/?igshid=17llrh3wyhcmb

প্রসঙ্গত, শেষবার মলং ছবিতে দেখা গিয়েছিল দিশাকে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় এই ছবি। দিশার বিপরীতে ছিলেন আদিত‍্য রয় কাপুর। কিন্তু বক্স অফিসে তেমন সফলতার মুখ দেখতে পায়নি আদিত‍্য দিশা জুটির এই ছবি।

এরপর সলমন খানের বিপরীতে ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ তে দেখা যাবে অভিনেত্রীকে। অতি সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের রাধের। কিন্তু লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। সলমন ও দিশা অনুরাগীদের অপেক্ষা এখন এই ছবির মুক্তির। আগামী ১৩ মে মুক্তি পাবে রাধে।

Niranjana Nag

সম্পর্কিত খবর