ইনারওয়্যার লুকে ভক্তদের নজর কাড়লেন দিশা পাটানি

বাংলা হান্ট ডেস্ক : এমএস ধোনি: দ্য আনটোল্ট স্টোরির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন দিশা পাটানি। তারপর থেকে হার্টথ্রব হয়ে উঠেছেন ভক্তদের কাছে। মাঝে মাঝেই নিজের হটি নটি ছবি শেয়ার করে আরও জনপ্রিয়তা বাড়িয়ে নেন। বাঘি 2 থেকে শুরু করে মালং সর্বত্রই নিজের অভিনয়ের দক্ষতা ছাপ রেখেছেন তিনি। আদিত্য রায়ের সঙ্গে দিশা জুটির সিনেমা বক্স অফিসেও বেশ সফল হয়েছিল।Disha Patani 1

সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। আর সেই সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে শেয়ারও করতে দেখা গিয়েছে। এবার অন্তর্বাস পড়ে সকলের নজরে এলেন দিশা। সুন্দরী অভিনেত্রীর সেই সব ছবিতে সেক্সি লুকে ধরা দিয়েছেন। সলমন খানের বিপরীতে রাধে সিনেমায় দেখা যেতে চলেছে দিশাকে। কিছুদিন আগে জ্যাকি শ্রফ, রনদীপ হুদা, প্রভুদেবের মতো অভিনেতাদের সঙ্গে রাধে সিনেমার শ্যুটিং শেষ করেছেন।

রাধে সিনেমা নিয়ে বলতে গিয়ে সলমন খান সম্পর্কে দিশা সলমন খানকে সলমন স্যার বলে সম্বোধন করেছেন। সলমন তাঁর কাছে সর্বদা অনুপ্রেরনীয় হয়ে থাকবেন বলেও জানান তিনি। একইসঙ্গে সলমনের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলেও জানিয়েছেন দিশা। সলমনের সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতে পেরেছেন তিনি, এমনটাই জানিয়েছেন দিশা।

https://www.instagram.com/p/B4kkEFCAvVU/

বয়সের পার্থক্য থাকায় ভারত সিনেমার অভিনয়ের সময় তিনি ভেবেছিলেন দাবাং স্টারের সঙ্গে হয়তো তাঁর কাজ করা হবে না।তবে সে সুযোগ পাওয়ায় যথেষ্টই খুশি বলে জানিয়েছেন দিশা।

সম্পর্কিত খবর