পরনে সবুজ ঝলমলে পোশাক, নতুন অবতারে নেটজগতে উষ্ণতা ছড়াচ্ছেন দিশা পাটানি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখেত হয় দিশা পাটানির থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না। নিত্যনতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাকে নিজেকে কীভাবে মেলে ধরতে হয় সেটাও খুব ভাল করেই জানেন দিশা পাটানি। এমনি এমনি কি আর ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ঢল!

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। বছরের শুরুতেই দিশার নতুন ছবির ট্রেলার মুক্তি পেলেও কোনও ফটোশুটের ছবি শেয়ার করেননি তিনি। এই নিয়ে বেশ ক্ষোভই জেগেছিল তাঁর অনুরাগীদের মনে। তবে বেশি অপেক্ষা করাননি অভিনেত্রী। একেবারে নতুন লুকে ফ্যানদের কাছে ধরা দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B7Ak_lGgAt4/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7Akujpg_2x/?utm_source=ig_web_copy_link

সবুজ জমকালো ‘থাই হাই স্লিট’ পোশাকে রীতিমতো মোহময়ী দেখাচ্ছে দিশা পাটানিকে। পায়ে হাই হিল সঙ্গে মানানসই মেকআপ, অভিনেত্রীর চোখের উষ্ণ আবেদনকে ফিরিয়ে দেবেন এমন পুরুষ আছেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। একের পর এক বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন দিশা। তাঁকে এই নতুন অবতারে দেখে রাতের ঘুম ছুটেছে নেটিজেনদের। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে দিশার নতুন ফটোশুট। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটজনতা।

https://www.instagram.com/p/B7AlTKzg2xY/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7AlD-dg_EN/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে দিশা পাটানি ও আদিত্য রয় কাপুর অভিনীত ‘মলং’ ছবির ট্রেলার। ছবিটি নিয়ে আগে থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের। ট্রেলার প্রকাশ্যে আসতেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে তা। এই ছবিতে দিশা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনিল কাপুর ও কুণাল খেমু। এর আগে ‘বাঘি টু’ ছাড়া তেমন কোনও ছবিতেই মূল চরিত্রে দেখা যায়নি দিশাকে। সেই খামতি এবার পূরণ হবে বলেই আশা করছেন দিশা অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X