ধর্ষণ করে খুন করা হয় সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশাকে? অবশেষে মুখ খুললেন দিশার বাবা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর এক সপ্তাহ আগে মৃত‍্যু হয় তাঁর প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের (disha saliyan)। সেই মৃত‍্যু নিয়ে এখনও রহ‍স‍্য দানা বেঁধে রয়েছে। পুলিসের তরফে দিশার মৃত‍্যুকে আত্মহত‍্যা বলা হলেও বিভিন্ন সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হচ্ছে দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ দিশার বাবা সতীশ সালিয়ান। তাঁর কথায়, “দিশার মৃত‍্যু নিয়ে গুজব রটানো হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ‍্যমের তরফে প্রচার করা হচ্ছে বারান্দা থেকে দিশাকে ঠেলে ফেলে দেওয়া হয় বা তাঁর দেহ নগ্ন অবস্থায় উদ্ধার হয়। কিন্তু এসব কথাবার্তার কোনও ভিত্তি নেই।”


দিশার বাবা আরও বলেন, এসব প্রচারে তাঁরা আরও আহত হচ্ছেন। দিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকেও তিনি গুজব বলে উড়িয়ে দেন। পাশাপাশি জানা যায়, গুজব ছড়ানোর অপরাধে তিন জনের বিরুদ্ধে পুলিসে মামলাও দায়ের করেছেন তিনি।
দিশার ময়নাতদন্তের রিপোর্ট থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানান তাঁর বাবা। সেই সঙ্গে তাঁদের গোপনীয়তা রক্ষা করার অধিকার রয়েছে বলেও দাবি করেন দিশার বাবা। দিশার মা জানান, মুম্বই পুলিসের তদন্তের উপর তাঁদের যথেষ্ট আস্থা রয়েছে। সেই সঙ্গে সুশান্তের মৃত‍্যুর সঙ্গে দিশার মৃত‍্যুর কোনও যোগ নেই বলেও জানান তাঁরা।

প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ রানে দাবি করেন সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানকে ধর্ষণ করে খুন করা হয়। সেই ধর্ষণের কথা জানতে পেরে যাওয়াতেই খুন হতে হয় সুশান্তকেও।
তিনি বলেন, দিশাকে ধর্ষণ করে খুনের প্রমাণ তাঁর ময়না তদন্তের রিপোর্টেই পাওয়া যাবে। সেই রিপোর্ট প্রকাশ‍্যে আনা হলেই অপরাধীদের ধরার রাস্তাও প্রশস্ত হবে বলে দাবি করেন নারায়ণ রানে। এর আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন ৮ জুন দিশা সালিয়ানের পার্টির আমন্ত্রিতদের বিষয়ে। কিন্তু মুম্বই পুলিসের তরফে সাফ জানানো হয় ওই পার্টিতে কোনও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন না।

সম্পর্কিত খবর

X