টিজারেই ডিসলাইকের ঝড়! আলিয়া, জাহ্নবীর পর এবার মুখ থুবড়ে পড়ল অনন‍্যার ‘খালি পিলি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের তারকা সন্তানদের উপর  নেটিজেনের ক্ষোভ অব‍্যাহত রয়েছে। আলিয়া ভাট (alia bhatt), জাহ্নবী কাপুরের (janhvi kapoor) পর এবার সেই ক্ষোভের আগুনে পড়লেন অনন‍্যা পাণ্ডে (ananya pandey)। ডিসলাইকের (dislike) রেকর্ডের খাতায় নাম তুলল অনন‍্যা পাণ্ডে ও ঈশান খট্টর (ishaan khattar) অভিনীত ‘খালি পিলি’র (khaali peeli) টিজার (teaser)।

ট্রেলার এখনও মুক্তিই পায়নি। সবেমাত্র প্রকাশ‍্যে এসেছে ছবির টিজার। তাইতেই পালানোর পথ পাচ্ছেন না অনন‍্যা ঈশান। তাঁদের আগামী ছবি খালি পিলির টিজার ইতিমধ‍্যেই পড়েছে নেটজনতার রোষানলে।


এখনও পর্যন্ত টিজারে লাইকের সংখ‍্যা ১ লক্ষ ১৩ হাজার। অপরদিকে ডিসলাইক ছাড়িয়েছে ১৩ লক্ষের গণ্ডি। সড়ক ২, গুঞ্জন সাক্সেনার পর এবার ডিসলাইকের রেকর্ড গড়তে চলেছে খালি পিলি। ফিল্ম সমালোচকরা বলছেন, টিজারেই এই অবস্থা।  তাহলে ট্রেলার বা ছবি মুক্তি পেলে কি হতে চলেছে!

খালি পিলি ছবিতে ধড়ক এর সেই ‘চকলেট বয়’ ইমেজ ছেড়ে বেরিয়েছেন ঈশান। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক ট‍্যাক্সি চালকের ভূমিকায়। এক ব‍্যক্তিকে প্রায় খুন করে পালিয়েছেসে। অপরদিকে অনন‍্যা করেছেন ডাকাতি। পুলিসের হাত থেকে কিভাবে রক্ষা পাবে তারা, আদৌ পাবে কিনা সেই নিয়েই ছবির গল্প।

১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে কমেডি, অ্যাকশন, রোম‍্যান্স সবেরই ছোঁয়া পাওয়া গিয়েছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মকবুল খান। প্রযোজনার দায়িত্বে রয়েছেন হিমাংশু কিষান মেহরা, আলি আব্বাস জাফর ও জি স্টুডিয়োজ।

প্রসঙ্গত, সুশান্ত মামলার জেরে নেটিজেনের কোপের মুখে পড়েছে মহেশ ভাটের সড়ক ২ ছবি। ইউটিউবে ট্রেলারে ডিসলাইকের রেকর্ড করেছে সড়ক ২। এমনকি শোনা গিয়েছে নতুন গুঞ্জন। জানা যাচ্ছে, বাহুবলী খ‍্যাত পরিচালক এস এস রাজামৌলির আগামী ছবি ‘RRR’ থেকে বাদ পড়েছেন আলিয়া।

বলিপাড়ায় সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। আলিয়ার বদলে ওই চরিত্রে নাকি এবার নেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। অনেকেই বলছেন, সম্ভবত সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই আলিয়াকে ছবি থেকে সরিয়ে দিয়েছেন নির্মাতারা।

তবে অপরদিকে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, এসবই গুজব। আলিয়ার বিরুদ্ধে মিথ‍্যে রটনা করা হচ্ছে। বর্তমানে করোনা আবহে একাধিক ছবির শুটিংই শুরু হয়নি। উপরন্তু রাজামৌলি নিজেই করোনা আক্রান্ত‍। এমন অবস্থায় শুটিং আদৌ শুরু হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

X