‘২৯ অক্টোবর..,’ DA আদায় করতে এবার বড় পদক্ষেপ! কি ঘটতে চলেছে? চাপ বাড়ছে রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন ডিএ মামলা (DA Case) ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে কেন্দ্র সমানে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েই চলেছে। আর এই আবহেই ১৬ দিনের পুজোর ছুটির পর সোমবার থেকে সব সরকারি অফিস খুলে গেল। এবারে কাজে ফিরতে হবে সবাইকে। একদিকে ছুটি শেষ হওয়ার দুঃখ, অন্যদিকে ডিএ ক্ষোভ এই দুই নিয়েই রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal State Government Employees) কাজে যোগদান করবেন। সম্প্রতি কেন্দ্র সরকার আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করায় তাদের ক্ষোভ আরও দ্বিগুন হবে বলে ধারণা প্রশাসনিক মহলের।

উৎসবের আবহেই বাড়ছে DA ক্ষোভ

উৎসবের মধ্যেই দু’দিন আগে ফের নিজের সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি করেছে কেন্দ্র। মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৫৩%। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) ৩ শতাংশ বৃদ্ধি অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে। আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ।

এদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ৩৯ শতাংশে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, সোমবার অফিস খুললে ডিএ নিয়ে সরকারি কর্মচারীমহলে নয়া চর্চা শুরু হতে পারে। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

দিন দু’য়েক আগেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, “কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা আরও বাড়ল। রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জীবনে আরও অন্ধকার নেমে এল। এবার আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। পুজোর ছুটি শেষ হলেই জোড়ালো পদক্ষেপ করা হবে।’

nabanna wb

আরও পড়ুন: ১০০০ ভুলে যান! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা করে, সরকারের উদ্যোগে ধন্য ধন্য করছে সকলে

তিনি আরও জানিয়েছিলেন, “সরকারি কর্মচারীদের পাওনা দিচ্ছে না রাজ্য সরকার। পুজোর ছুটি বাড়িয়ে সেই ক্ষোভ কমানো যাবে না। কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকারকেও সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। এই লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাজ্যজুড়ে সরকারি কর্মচারীরা দু’ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।’’ পুজোর ছুটির পর আগামী বেশ কিছু সপ্তাহ ডিএ নিয়ে সরকারি দফতরগুলিতে কর্মচারীরা বিক্ষোভ দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর