‘রানীমা’র প্রত্যাবর্তন, লম্বা বিরতি শেষে নতুন সিরিয়ালে দিতিপ্রিয়া! কোন চ্যানেলে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় কামব্যাকের মরশুম। বছরের শেষ লগ্নে একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial) আসার খবরে যেমন দর্শকরা উচ্ছ্বসিত, তেমনি সেসব সিরিয়ালে যে নায়ক নায়িকাদের নাম উঠে আসছে তাও চমক দিচ্ছে দর্শকদের। তালিকায় রয়েছে বেশ কিছু এমন নাম যা আগ্রহ বাড়াচ্ছে সকলের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আদৃত রায়ের কামব্যাক মেগা ‘মিত্তির বাড়ি’র প্রোমো। এবার নতুন সিরিয়াল (Serial) নিয়ে ফিরছেন ছোটপর্দার ‘রানীমা’ দিতিপ্রিয়া রায়।

সিরিয়ালে (Serial) ফিরছেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়াকে টেলিভিশনে শেষ বার দেখা গিয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে (Serial)। তারপর থেকে তিনি মন দিয়েছিলেন সিনেমা এবং সিরিজে। কিছুদিন আগেই অবশ্য শোনা গিয়েছিল, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের (Serial) হাত ধরে ফিরবেন দিতিপ্রিয়া। রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান অভিনেত্রী। তবে দর্শকদের নিরাশ করলেন না দিতিপ্রিয়া।

আরো পড়ুন : বলিউডি কায়দায় সন্তানের নাম প্রকাশ, কাঞ্চন-শ্রীময়ী কন্যা ‘কৃষভি’র নামের অর্থ জানেন?

বিপরীতে কে থাকছেন?

টেলিভিশনে ফিরছেন দিতিপ্রিয়া। তবে কোনো পুরনো সিরিয়ালে (Serial) নয়, নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। যেমনটা জানা যাচ্ছে, এসভিএফ এর নতুন সিরিয়ালের হাত ধরে কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া। বিপরীতে স্টার জলসার অতি পরিচিত মুখ রাহুল মজুমদার। ‘হরগৌরী পাইস হোটেল’ লিপ নেওয়ার পর সেই সিরিয়াল (Serial) ছাড়েন তিনি। তারপর ছিলেন পিতৃত্বকালীন বিরতিতে। সদ্য মেয়ের বাবা হওয়ার পর এবার নতুন প্রোজেক্টে ফিরছেন রাহুল।

আরো পড়ুন : সিরিয়ালকে তুচ্ছতাচ্ছিল্য! অহংকারে ফুটছেন বনি, সমালোচনার মুখে পড়তেই সাফাই ‘লিডিং মোস্ট হিরো’র

কোন চ্যানেলে দেখা যাবে নতুন সিরিয়াল?

সূত্রের খবর বলছে, ইতিমধ্যেই নায়ক নায়িকার লুক সেটও হয়ে গিয়েছে। একেবারে ভিন্ন লুকে নাকি ধরা দেবেন রাহুল। উপরন্তু এবার স্টার জলসার গণ্ডিও পেরোচ্ছেন তিনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্টার জলসায় নয়, বরং জি বাংলায় শুরু হতে চলেছে এই আসন্ন ধারাবাহিক। যদিও সিরিয়ালের (Serial) বিষয়বস্তু কী তা এখনো জানা যায়নি। দিতিপ্রিয়া এবং রাহুলও কুলুপ এঁটেছেন মুখে।

Serial

সিরিয়াল তো আসছে। কিন্তু স্লট কোথায়? জি বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে দুটি নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ এবং ‘মিত্তির বাড়ি’। পরিণীতা পেয়েছে রাত আটটার স্লট। মিত্তির বাড়ি নিয়ে এখনো কোনো খবর মেলেনি। এদিকে যে দুটি সিরিয়াল শেষের খবর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল অর্থাৎ সেই জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু দুটিই দারুণ ফল করেছে টিআরপি তালিকায়। উপরন্তু নিম ফুলের মধু এবারের বাংলা টপার। এমতাবস্থায় কোন সিরিয়ালের স্লটে নতুন ধারাবাহিক আসবে তা নিয়ে যেমন চিন্তায় রয়েছে চ্যানেল, তেমনি জল্পনা বাড়ছে দর্শক মহলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর