সত‍্যিই আর দেখা মিলবে না রাণী রাসমণির? অবশেষে মুখ খুললেন দিতিপ্রিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রাণী রাসমণি (karunamoyee rani rasmoni)। এমনি গুঞ্জনে মুখরিত সোশ‍্যাল মিডিয়া। চ‍্যানেলের সাম্প্রতিক প্রোমো দেখে এমনটাই ধারনা হয়েছে দর্শকদের। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ রাণী ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (ditipriya roy)।
সম্প্রতি প্রকাশ‍্যে আসা প্রোমোতে দেখানো হয়, মা ভবতারিণী রাণীকে তাঁর নিজের কাছে ডাকছেন।

আর এই প্রোমো দেখেই নেটিজেনদের বক্তব‍্য, শেষ হওয়ার মুখে করুণাময়ী রাণী রাসমণি। প্রোমো প্রকাশ‍্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। টানা তিন বছর ধ‍রে চলে আসা সিরিয়ালটি কি তবে শেষের মুখে? পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানান, সিরিয়াল কবে শেষ হবে সেটা এখনো জানানো হয়নি চ‍্যানেলের তরফে। তবে রাসমণির অধ‍্যায়টি শেষ হয়ে যাচ্ছে। দিতিপ্রিয়াও পরিচালককে সমর্থন করেছেন।


তাঁর মাধ‍্যমিক থেকে স্কুলজীবন শেষ হওয়া পর্যন্ত সময়টার সাক্ষী এই সিরিয়াল। তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করতে করতে যেন পরিবারের মতোই হয়ে গিয়েছেন সকলে। এই প্রোমোটি শুট করতে গিয়েই তাঁর মন ভারাক্রান্ত হয়ে যায় বলে জানান দিতিপ্রিয়া

https://www.instagram.com/p/CPBQGGVB8ni/?utm_medium=copy_link

অপরদিকে জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিক নিয়ে দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরছেন দেবশ্রী রায়। অতি সম্প্রতি চ‍্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সিরিয়ালের ঝকঝকে নতুন প্রোমো। আর প্রোমো প্রকাশ‍্যে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে ট্রোল।

সর্বজয়া নাকি হুবহু স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র নকল। প্রোমো দেখে নেটিজেনদের একটি বড় অংশের বক্তব‍্য, এত মিল এত মিল ভাবা যায় না। সর্বজয়া শ্রীময়ীরই যমজ বোন। নতুন সিরিয়ালকে ‘শ্রীময়ী লাইট’ তকমা দিয়েছে নেটজনতা। উপরন্তু গুঞ্জন শোনা যাচ্ছে রাসমণির সময়েই দেখানো হবে সর্বজয়া। এতে আরো বিক্ষোভের মুখে পড়েছে সর্বজয়া।

X