নতুন কনের সাজে ‘রানিমা’, পাহাড় থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসছেন নাকি দিতিপ্রিয়া!

বাংলাহান্ট ডেস্ক: বাংলা অভিনয় জগতে বেশ অনেকদিন হয়ে গেল দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy)। তবে এই নামে অনেকেই চিনতে পারবে না। কারন দিতিপ্রিয়া নিজের নামের থেকে সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রের নামে বেশি পরিচিত এবং জনপ্রিয়।

শুটিংয়ের পাশাপাশি পড়াশোনা সবটাই সমান তালে চালাচ্ছেন দিতিপ্রিয়া। এরই মাঝে দীর্ঘদিন পর টুক করে পাহাড় থেকেও ঘুরে এসেছেন তিনি। আর ফিরেই এক্কেবারে অন‍্য রূপে ধরা দিলেন দিতিপ্রিয়া। রাণী রাসমণির সাদা থান, চাদর ছেড়ে গায়ে তুললেন লাল টুকটুকে বেনারসী, সোনার গয়না। কপালে চন্দন, মাথায় চেলি, মুকুট।

IMG 20201230 151530
পুরো বিয়ের কনের সাজেই ক‍্যামেরাবন্দি হলেন দিতিপ্রিয়া‌। তাঁকে এমন সাজে দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। তবে কি পাহাড় থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসছেন দিতিপ্রিয়া? তাও এত তাড়াতাড়ি! নাকি কোনো নতুন সিরিয়ালের শুটিংয়ের জন‍্য এমন লুক তাঁর?

https://www.instagram.com/p/CJVZl_zB5TS/?igshid=1ku3hdar55n5d

https://www.instagram.com/p/CJVZhFHBslF/?igshid=qc1zl4swd6mi

আসলে এর কোনোটাই নয়। একটি ফ‍্যাশন শুটের জন‍্যই এমন কনের সাজে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া গাঢ় নীল রঙা চওড়া পাড় শাড়িতেও মোহময়ী রূপে দেখা গিয়েছে তাঁকে। দিতিপ্রিয়ার নিজের ইনস্টা হ‍্যান্ডেল ও তাঁর ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে ছবিগুলি।

https://www.instagram.com/p/CJVZFmrBWYc/?igshid=1g5q14aafh3u7

https://www.instagram.com/p/CJVZSo2hD3C/?igshid=zh750f1yjwai

গত ২৯ ফেব্রুয়ারি পাহাড় থেকে ফিরে শুটিংয়ে যোগ দিয়েছেন দিতিপ্রিয়া। সপরিবারে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই একটি সেলফি শেয়ার করেন দিতিপ্রিয়া। সাদা জ‍্যাকেটের সঙ্গে হালকা গোলাপি লিপস্টিকে দিতিপ্রিয়ার থেকে চোখ সরানো দায়। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, অনেক কষ্টে একটা ভাল সেলফি তুলতে পেরেছেন তিনি।

https://www.instagram.com/p/CJYl1X3rZKy/?igshid=1so6rxaxzapc

এর আগে সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘ আড়াই বছর পর ফের ঘুরতে যাচ্ছেন তিনি। দার্জিলিং, ইচ্ছেগাঁও ও তাগদা ঘুরবেন তাঁর। মোট চারদিন পাহাড়ে কাটিয়ে ফের ২৯ ডিসেম্বর শুটিংয়ে যোগ দেবেন দিতিপ্রিয়া। রানি রাসমণির শুটিং তো রয়েছেই। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় দিতিপ্রিয়ার ছবি ‘অভিযাত্রিক’।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’তে রাসমণির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া। রাসমণির এক্কেবারে কিশোরী বয়স থেকে শুরু করে এখনকার প্রৌঢ় বয়স পুরোটাই একা হাতে সামলে এসেছেন তিনি।

রানি রাসমণির হয়ে ওঠার আগের সেই গ্রাম‍্য কিশোরী বালিকা, তারপর সিঁথিতে সিঁদুর এক গা গয়না নিয়ে বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রাসমণি আর এখনকার সাদা শাড়ি মাথায় ঘোমটা দিয়ে অভিজ্ঞ বয়স্থ রানি রাসমণি, সব লুকেই অনুরাগীদের য়ন জয় করে নিয়েছেন দিতিপ্রিয়া। তাই তো এখনো তিনিই সামলে চলেছেন রাসমণির চরিত্রটি।

প্রসঙ্গত, রানী রাসমণি ছাড়াও কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য সৃজিত মুখোপাধ‍্যায়ের ছবি রাজকাহিনি। সেখানেও একই রকম ভাবে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর