বয়স সবে আঠেরো, তিন বছর আগেই বিয়ের প্রস্তাব পেয়ে গিয়েছেন দিতিপ্রিয়া! অকপট পর্দার ‘রাসমণি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (serial) তালিকায় অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni)। তিন বছরেরও বেশি সময় ধরে রাণী রাসমণির চরিত্রটিকে জীবন্ত করে রেখেছিলেন দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। এবার পালা বিদায়ের। সিরিয়ালে শেষ হতে চলেছে রাসমণির অধ‍্যায়। মন খারাপ দিতিপ্রিয়ার। এর মাঝেই কেরিয়ার ও ব‍্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, রাসমণি ও তাঁর মধ‍্যে চরিত্রগত দিক দিয়ে বেশ মিল রয়েছে। দুজনেই প্রতিবাদী ও স্পষ্টবক্তা। তবে এতদিন রাসমণির চরিত্রে অভিনয় করার পর এবার ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিতে চান দিতিপ্রিয়া। রাণীমার যে ইমেজ তৈরি হচ্ছে সেটা থেকেই বেরোতে চান।


আপাতত ছবির কাজে মনোনিবেশ করবেন তিনি। আগামীতে বেশ কিছু ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। কয়েকটির শুটিং হয়ে গিয়েছে, কয়েকটির শুরু হবে। অতি সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী পরিচালক পাভেলের ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। এই বিষয়ে তিনি বলেন, তাঁর চরিত্রটি অন‍্যতম লিডে রয়েছে। সত‍্যি ঘটনা অবলম্বনেই নাকি তৈরি হবে ছবিটি।

দিতিপ্রিয়া আরো জানান, তাঁর কাছে যত ছবির প্রস্তাব আসছে সবই অন‍্য ধারার। মূল ধারার ছবির প্রস্তাব এখনো পাননি তিনি। তবে এবার নিজের বয়সী চরিত্র করতে চান বলেও জানান দিতিপ্রিয়া। ছবির কাজ মিটিয়ে নিজেকে আরেকটু গ্রুম করে তারপরেই আবার টেলিভিশনে ফিরবেন অভিনেত্রী।

রাণী রাসমণির চরিত্রে অভিনয় করে অভাবনীয় সাফল‍্য পেয়েছেন দিতিপ্রিয়া। এমনকি পেয়েছেন বিয়ের প্রস্তাবও। আর তা দিয়েছে বছর পাঁচ ছয়ের এক পুঁচকে। দিতিপ্রিয়া জানান, জানবাজারের হাজরা বাড়ির এই খুদে সদস‍্য নাকি তিন বছর আগেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছিল। আরো একটি অভিজ্ঞতা জানান অভিনেত্রী। তাঁর বাবার এক বন্ধুর মেয়ের বিয়েতে গিয়ে এক বাংলাদেশি পরিবারের সঙ্গে আলাপ হয় তাঁর।

সেই পরিবারের এক মেয়ে দিতিপ্রিয়াকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেন। রাণী রাসমণিকে এত সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। টলিউডের অন‍্যান‍্য তারকাদের মতো রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে? এই প্রশ্নে দিতিপ্রিয়ার উত্তর, রাজনীতি নিয়ে কথা বলার মতো বয়স এখনো তাঁর হয়নি। এই বছরই প্রথম বার ভোট দিয়েছেন। সেটা নিয়ে অবশ‍্য বেশ উত্তেজিত ছিলেন।

সম্পর্কিত খবর

X