বাংলাহান্ট ডেস্ক: ট্রোলের সঙ্গে নিত্য বসত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)। রাণী রাসমণির চরিত্রে অভিনয় করে নিজের যে ইমেজ তিনি তৈরি করেছেন তার জন্য আজ নিজের কপালেই হাত পড়েছে তাঁর। সিরিয়াল শেষ হওয়ার পর দু বছর কেটে গেলেও রাসমণি তাঁর পিছু ছাড়েননি। বিভিন্ন চরিত্রে অভিনয় করে ফেলেছেন, চেনা ছক ভেঙে নানান পরীক্ষা নিরীক্ষা করছেন দিতিপ্রিয়া। তবুও ট্রোলারদের হাত থেকে রেহাই নেই তাঁর।
ট্রোলিং দিতিপ্রিয়ার কাছে নতুন নয়। করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে অভিনয়ের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। কখনো তা ছাড়িয়েছে শালীনতার মাত্রা। এবারেও একটি ফটোশুট নিয়ে ট্রোলের মুখে পড়েছেন দিতিপ্রিয়া। তবে মুখ বন্ধ রাখেননি তিনি। পালটা উত্তর দিয়েছেন নিন্দুকদের।
সম্প্রতি এক ফটোশুটে খোলামেলা বোল্ড লুকে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। তাঁকে এমন লুকে দেখে স্বাভাবিক ভাবেই জোর চমকেছেন নেটিজেনরা। আসলে এখনো অনেকেই তাঁকে রাণী রাসমণি হিসেবেই দেখেন। চরিত্রটিতে অভিনয় করে তিনি এতটাই প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন দর্শকদের মনে যে রাসমণি বলতেই উঠে আসে দিতিপ্রিয়ার নাম। তেমনি অনেকে বিষয়টাকে নিয়ে ট্রোল করতেও ছাড়ে না।
এ বিষয়ে দিতিপ্রিয়া বলেন, ট্রোলিংকে তিনি বিশেষ পাত্তা দেন না। তবে এর মানে এই নয় যে তাঁর মনেট কোনো প্রভাবই পড়ে না। যে ট্রোল মানুষের মনে আঘাত করে তার বিরুদ্ধে দিতিপ্রিয়া। তিনি এও বলেন, ফটোশুটটা করার আগেই জানতেন যে প্রশংসার পাশাপাশি ট্রোলও হবে। এটা তাঁদের পেশার অঙ্গ।
দিতিপ্রিয়ার স্পষ্ট বক্তব্য, যখন তিনি রাণী রাসমণির চরিত্রে অভিনয় করতেন তখন ৫ বছর ধরে ওই ইমেজ ধরে রেখেছিলেন। কিন্তু এখন আর তিনি রাসমণি নন, দিতিপ্রিয়া। তাই ইমেজ ধরে রাখার দায়ও নেই। চরিত্র এবং চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকে অনেক কিছুই করতে হতে পারে। আর যা যা দরকার হবে তিনি সেটাই করবেন, স্পষ্ট কথা দিতিপ্রিয়ার।
অভিনেত্রী আরো বলেন, কে কী পোশাক পরবে না পরবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। ট্রোলিং হয় শুধুমাত্র ভিউয়ের জন্য। তাঁর নাম, মুখ কাজে লাগিয়ে মার্কেটিং করা হয়। এতে যদি মানুষের সুবিধা হয় তাহলে তাঁর কোনো সমস্যা নেই। তিনি নিজের কাজ করবেন।